গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার রোববার বিকেলে শাহবাগে পত্রিকাটি উন্মোচন করেন।
সাপ্তাহিক এ পত্রিকার দাম ধরা হয়েছে ২০ টাকা। এর সম্পাদকের দায়িত্বে থাকছেন শাহবাগ আন্দোলনের অন্যতম উদ্যোক্তা ব্লগার মারুফ রসূল। আর ইমরান এর উপদেস্টা সম্পাদক।
শাহবাগের মঞ্চের ‘মিডিয়া সেলে’ চার পৃষ্ঠার রঙিন এই পত্রিকার প্রথম সংখ্যা পাওয়া যাচ্ছে।
শাহবাগ আন্দোলনের একটি ওয়েবসাইটও এদিন উদ্বোধন হয়। আয়োজকরা বলছেন, এখন থেকে www.gonojagoron.com এ জাগরণ মঞ্চ ও আন্দোলন বিষয়ে সর্বশেষ তথ্য জানা যাবে।
এর আগে গত ২২ এপ্রিল ইমরান এইচ সরকার বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গত ৩ মাস ধরে চলমান আন্দোলনের বিরোধিতাকারী পক্ষ নানা মাধ্যমকে ব্যবহার করে শুরু থেকেই যে বিভ্রান্তি ও অপপ্রচার ছড়াচ্ছে, সে সম্পর্কে জনতাকে সচেতন করতেই পত্রিকা প্রকাশের উদ্যোগ নিয়েছেন তারা।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন সাজার রায় প্রত্যাখ্যান করে গত ৫ ফেব্রুয়ারি শাহবাগ থেকে শুরু হয় গণজাগরণ মঞ্চের আন্দোলন।
শুরুতে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তিই প্রধান দাবি থাকলেও পরে একাত্তরে যুদ্ধাপরাধে সংশ্লিষ্ট দল জামায়াতে ইসলামী ও এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির নিষিদ্ধসহ ছয়দফা দাবিতে রূপ নেয় এ আন্দোলন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।