যখন আমি কোন সমস্যায় পড়ি তখনি এখানে লিখি বাংলাদেশ ভারত সাইবার যুদ্ধ চলছে। ভারতকে সকল ক্ষেত্রে বর্জনের ডাক উঠছে। কিন্তু সত্যিই কি তা সম্ভব? আমার তো মনে হয় না। আমাকে কেউ একটু বুঝিয়ে বলবেন কি? যে আমি কেমন করে ভারত কে বাদ দিব?
এখানে এমন কতজন আছেন যিনি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনি আগ্রহ নিয়ে বাংলা সিনেমা দেখেন? আমাদের দেশে নায়ক বলতে শাকিব খান। যিনি একাই এই ইন্ডাস্ট্রিটাকে টেনে নিয়ে যাচ্ছেন।
এই সামুতেই তাকে নিয়ে অনেক বাজে কথা লেখা হয় । আমার যেগুলো চোখে পড়েছে আমি সেগুলোতে প্রতিবাদ করেছি। কিন্তু তার মানে এই না যে আমি তাকে পছন্দ করি। আমি বাংলাদেশের বানিজ্যিক সিনেমা গুলোকে খুবই অপছন্দ করি। গত ২ বছরের মধ্যে আমি কোন বাংলা সিনেমা দেখিনি।
কারন সেই ছোট্ট বেলা যখন বিটিভিতে সিনেমা দেখতাম তখন সিনেমার কাহিনী যেমন ছিল এখনও সেমন আছে। নায়ক নায়িকার প্রেম। এর বাহিরে সিনেমা হয় খুব কম বছরে ৫-৬ টা। তাই তখন মনের খোরাক মেটানোর জন্য হয় হিন্দি অথবা ইংরেজী ছবি। আমি যেহুতু ইংরেজী তেমন বুঝিনা তাই হিন্দি সিনেমাই বেশী দেখা হয়।
আর যখন হিন্দি সিনেমা দেখি তখন তো স্বাভাবিক ভাবেই হিন্দি গান শোনা হয় এভাবে ধীরে ধীরে আমি হিন্দির জগতে ঢুকে পড়েছি। বাংলা গান একটু আকটু শুনি কিন্তু হিন্দিটাই বেশী শেনা হয়। এখন আমি যদি হিন্দি সিনেমা বাদ দিতে চাই তাহলে আমার আর দেখার মত সিনেমাই থাকেনা। কারন বাংলাদেশের বস্তাপচা সিনেমা আমার পক্ষে দেখা সম্ভব না। অনেকেই বলবেন যে ইংরেজী দেখলেই হল।
কিন্তু আমি ইংরেজী সিনেমা দেখে আরাম পাইনা। ইংরেজী ২০% বুঝলে হিন্দি বুঝি ৬০%। তাহলে দাড়াল কি? যে হিন্দি আমার পক্ষে ছারা সম্ভব না।
আমি গত দুই দিনে থ্রি ইডিয়ট মনে হয় ৫ বার দেখেছি। যদিও আগে দেখা ছিল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।