ঊষার দুয়ারে হানি আঘাত.. আমরা আনিব রাঙ্গা প্রভাত... সাধারণ অর্থে দেহের দাবীকে প্রবৃত্তি এবং আত্মাকে বিবেক বলা হয়ে থাকে। মানব দেহের ইন্দ্রিয় সমূহকে বিভিন্ন বস্তুর প্রতি আকৃষ্ট করে দেয়া হয়েছে। এ আকর্ষণই প্রবৃত্তি । একদিকে দুনিয়ার বস্তুসমূহের দিকে আকৃষ্ট করে দেয়া হয়েছে অপর দিকে তাকে সৎ ও অসৎ এবং ভালো ও মন্দ সম্পর্কে সচেতন বিবেক শক্তি দান করা হয়েছে। মানুষ যখনি বিবেকের বিপরীতে কাজ করে তখন সে তাকে দংশন করে থাকে। স্বাস্থ্যের নিয়ম পালন না করলে দেহ যেমন অসুস্থ হয়, তেমনি বিবেকের বিরুদ্ধে বার বার চললে বিবেক শক্তি লোপ পায়, প্রবৃত্তি এবং বিবেক, এই দুটির মধ্যে সমন্বয় সাধনের উপরই মানব জীবনের শান্তি সম্পূর্ণ নির্ভরশীল !!!!!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।