আমাদের কথা খুঁজে নিন

   

ক্ষমতাধর ব্যক্তিদের পরকীয়া কাহিনী, নতুনত্বই মানুষের সহজাত প্রবৃত্তি ....????

প্রতিটি ব্যর্থ প্রেমই আমাকে নতুন অহঙ্কার দেয়, আমি মানুষ হিসেবে একটু একটু জ্ঞানী হয়ে উঠি, দুঃখ আমার মাথার চুল থেকে পায়ের আঙুল পর্যন্ত ছড়িয়ে যায়, আমি সমস্ত মানুষ থেকে আলাদা হয়ে এক অচেনা রাস্তা দিয়ে ধীরে ধীরে হেঁটে যাই কেন ক্ষমতাবান পুরুষরা বেশি পরনারীতে আসক্ত হয়? কেন অর্থ, যশ, প্রতিপত্তি বাড়ার সঙ্গে সঙ্গে তাদের অনেকেই নারী কেলেংকারির ঘটনায় জড়িয়ে পড়েন? এই প্রশ্নটি অনেক পুরনো। সামাজিক এবং রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ পদে যারা আসীন থাকেন, সম্মানের ব্যাপারে তাদের অনেক সচেতন থাকার কথা। তা না হয়ে বরং ঘটে উল্টো ঘটনা। 'মনোবিজ্ঞানের গবেষণা থেকে জানা যায়, ব্যবসা বাণিজ্য কিংবা রাজনৈতিক ক্ষমতার ক্ষেত্রে যারা শীর্ষস্থান অধিকার করে থাকেন, তাদের মধ্যেই পরকীয়ার সম্ভাবনা বেশি। ক্ষমতা কেবল একা আসে না, ক্ষমতার সঙ্গে সঙ্গে দুটি জিনিস অনিবার্যভাবে চলে আসে তার একটি সুযোগ এবং অপরটি আত্মবিশ্বাস।

উল্লেখ্য, সমাজে সুযোগ আর আত্মবিশ্বাসের বিষয়টি বেশিরভাগই পরিস্ফুট হয় যৌনতার মাধ্যমে। যদি প্রতিপত্তি আর ক্ষমতা যৌনতার সুযোগকে অপরিবর্তনীয়ভাবে হাতের মুঠোয় নিয়ে আসে, বহু পুরুষই তার সদ্ব্যবহার করে। বিবর্তনীয় বিজ্ঞানীরা বলেন, হঠাৎ আসা ক্ষমতা আর প্রতিপত্তি অনেক সময়ই মানুষের আত্মসংযমের দেয়ালকে অকেজো করে সামাজিকীকরণের স্তরকে ক্ষীণ করে তুলতে পারে। তাদের কারোর দাবি, নতুনত্ব মানুষের সহজাত প্রবৃত্তি, ফলে নতুন কোন কিছু দেখা মাত্রই তার প্রতি মানুষের আকর্ষণ বেড়ে যায়, হোক তা সুন্দরী নারী, বাড়ি,গাড়ি কিঙবা অন্যকিছু। কিছুদিন আগে প্রভাবশালী ফরাসি রাজনীতিবিদ ও আইএমএফ’র প্রধান ডমেনিক স্ট্রাউস কানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনা হয়।

আমেরিকার হোটেল পরিচারিকাকে যৌননির্যাতন করার অভিযোগ ওঠে চার সন্তানের জনক কানের বিরুদ্ধে। আরেকটি ঘটনা ঘটে ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্ণর ও খ্যাতিমান অভিনেতা আর্নল্ড শোয়ার্সনেগার এবং তার স্ত্রী মারিয়া শ্রাইভার পরিবারে। তাদের দীর্ঘ পঁচিশ বছরের বৈবাহিক সম্পর্ক ভেঙ্গে যায়। শোয়ার্সনেগার বিবাহিত সম্পর্কের বাইরে তার বাসার গৃহপরিচারিকার সঙ্গে যৌনসম্পর্ক আবদ্ধ ছিলেন। বিল ক্লিনটনের ২৪ বছর বয়স্ক মনিকা লিউনেস্কির সঙ্গে নিজের অফিসে দৈহিক সম্পর্ক তৈরি করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর।

১৯৯৮ সালেএ খবর মিডিয়ার প্রকাশিত হলে সাড়া বিশ্বে তোলপাড় শুরু হয়। বিশ্বখ্যাত ,সিএনএন’র প্রাইম টাইম নিউজ হোস্ট ল্যারি কিং আটটি বিয়ে করেন। এছাড়া হলিউড’র এক সময়কার জনপ্রিয় নারী অভিনেত্রী এলিজাবেথ টেলরও আটবার সঙ্গিবদল করেন। আমাদের দেশেও পরকীয়া চলছে প্রকাশ্যে গোপনে। নিচু লেভেল থেকে উচু লেভেলে ।

এ কারণে ঘটছে খুন, হত্যা , সঙসার ভেঙ্গে যাওয়ার মত ঘটনা। তাই পরকীয়া রোধ করার আপাতত সহজ কোন উপায় নেই. চলছে চলুক, কি আর করার ...!!!!! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.