"তার চাইতে উত্তম কথা আর কি হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, নিজে নেক আমাল করে ও বলে যে, নিশ্চয় আমি বিশ্বাসীদের (মুসলমানদের) মধ্যে একজন" এক গাধা ছাত্র ক্লাসে খুব ফেইল মারত। সে ক্লাস ফাইভে এই নিয়ে ৪ বছর ধরে আছে। তার বাবা ছিল অশিক্ষিত পয়সাওয়ালা। ছেলের এমন ফেল মারা দেখে তিনি প্রত্যেক বিষয়ের জন্য প্রাইভেট টিউটর রাখলেন বাসায়। ছেলেটার বাবা ভাবলেন যে, এইবার আমার ছেলে পাশ না করে যায় কোথায়!!!
তো পরবর্তী বছরের বার্ষিক পরীক্ষার রেজাল্ট বের হবার পর ছেলে মুখ ভার করে বাপের সামনে হাজির!!!
বাপ জিজ্ঞেস করতেছে ছেলেকে- “কিরে এবার নিশ্চয় ফার্স হয়েছিস?”
ছেলে- “মুখ ভার করে... নাহ...”
বাবা- “তো কি সেকেন্ড হয়েছিস?”
ছেলে- “আবারো মুখ ভার করে জবাব দিলো.... নাহ!!”
বাবা পুনরায় প্রশ্ন করলেন- “তবে কি থার্ড হয়েছিস!!!”
ছেলে-“ ছেলে... আজ্ঞে নাহ..”
বাবা- “তো???”
ছেলে- “স্যারেরা আমারে ধইরা আরো ৩ কেলাস নিচে নামায়া দিছে!!!!”
এখানে বাপ হলো জনগন আর ছেলে হলো সরকার, যেহেতু জনগনই সরকার পয়দা করে।
জনগন শখ কইরা তারেক আর কোকোর চুরিতে অতিষ্ট হইয়া হাচিনারে ভোট দিছিলো গনহারে ডিজিটাল ও চোরমুক্ত দেশ গড়ার জন্য। অথচ হয়েছে তার উল্টাটা। ডিজিটালের পরিবর্তে এখন শুধু টাল টাই আছে, ডিজি টা নেই। আর চুরিতে রেকর্ড কইরা কালা বিড়াল, সাদা বিড়াল, আবুইল্লা, মাল কতো চিজ যে বাইর হইলো!!! সবশেষে টেলিটক ৩জি সেবা আইনা দেশের অবলা মানুষকে একটু ডিজির স্বপ্ন দেখাইছিলো। কিন্তু ছেলে তো আর পাস করার পাত্র না।
তাই বরাবরের মতো ফেইল মাইরা এইটারে ১জি তে আনতে চাইতেছে।
আমাগো দেশটারে তো উন্নতি করতেই পারলোনা, বরং কয়েক ধাপ ডিমোশন দিয়া বেইচ্চা কিন্না খাওয়ার দশা। হায়রে আমার ডিজিটাল সরকার!!!! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।