এখানে বেশ কয়েকজন আছেন দেখলাম ছাত্রদের দোষ দিয়ে যাছেন। একজন ছবি দিয়ে বলছেন এরা নাকি ছাত্র। দয়া করে একটু খোজ নিয়ে দেখেন এরা আসলেই ছাত্র ছিল কিনা। আরেকজন বললেন, “কেন আন্দোলন নিজেদের আয়ত্বের মধ্যে রাখতে পারেন না। আর যদি আয়ত্বে রাখতে না পারেন, কেন যান সেই আন্দোলনে?” ছাত্ররা আন্দোলন করেছে ঢাকা বিস্ববিদ্যালয় থেকে আর্মি ক্যাম্প সরিয়ে নিয়ে যাবার জন্য, সরকার পতনের জন্য নয়।
আর্মি ক্যাম্প সরাবার পরদিন যারা রাস্তায় গারি ভেঙ্গেচে তারা ছাত্র ছিল না, তারা ছিল স্বার্থান্বেশি কিছু জারজ যারা এই সুজগে নিযের স্বার্থ হাসিল করতে চেয়েছে।
ঢাকা বিশবিদ্যালয় থেকে আর্মি ক্যাম্প সরাবার দাবি অনেক দিনের। আরো আগে কেন সরান হল না। আর আর্মি যখন প্রথম দিন ছাত্র, শিখহক এর গায়ে হাত তুল্লো তখন ছাত্ররা প্রথমে চেয়েচিল তারা যেন মাফ চায়। কিন্তু তারা তো করেনি উলটো পুলিশ টিয়ার গ্যাস আর লাথিচার্য করে ২০-৩০ জন ছাত্র আহত করেছে।
আমার প্রস্ন সেটা কেন করলো। প্রথম দিনই কেন এই ঘটনার মিটমাট হল না। ছাত্ররা মিছিল করলেই কেন পুলিশকে লাঠি মারতে হবে? পুলিশের আসহিন্সনুতা ও কি এর জন্নে দায়ি না?
দাবি পুরনের পরদিন যে মারামারি হলো তাতে সাধারন ছাত্ররা জরিত ছিল না। কারন খোজ নিয়ে দেখেন প্রথম দিন ক্যাম্পাসে ছাত্র ছিল কয়েক হাজার আর পরদিন বড়জোর ৫০, যারা কিছু স্বার্থান্বেশি মহলের লেজুরব্রিত্তি ছাড়া আর কিছু করে না। ওদেরকে আমি কখন ছাত্র বলি না।
এরা বছরের পর বছর এখানে পড়াশুনার নাম করে পরে থাকে, কিন্তু পাস আর করে না।
তাই সাধারন ছাত্রদের অযোক্তিক দোষ না দিয়ে চিন্তা করে দেখেন এই অবস্থার জন্নে কারা দায়ি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।