আমাদের কথা খুঁজে নিন

   

আমার ছাত্রের কান্ড.........

রেস্টে আছি আপাতত পোস্টানি বন্ধ :D

ঘটনাটা শেয়ার না করে পারলাম না । আমার এই ছাত্র বাবা-মায়ের একমাত্র পুং সন্তান , ক্লাস সেভেন এর ছাত। যাই হোক , কালকে যথারীতি পড়াইতে গেলাম । পড়াচ্ছি ইংরেজী ২য় পত্র । তো আমি তাকে কিছু present indefinite tense দিয়ে past indefinite tense করতে বললাম । তার মদ্ধে একটি বাক্য ছিল এমন, He is not present in the school আপনারা ভাবুন তো কেউ যদি ভুল করে তা হলে কি করতে পারে ......... সে যা আমাকে লিখে দিল তা হচ্ছে, He is not past in the school এইটা দেখে আমি অনেক্ষন হাসলাম । এরকম কিছু জোকস পরেছিলাম কিন্তু বাস্তব এমন প্রথম দেখলাম এবং খুব মজা পেলাম তার বুদ্ধি দেখে । আপনারা কি বলেন............।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.