আমাদের কথা খুঁজে নিন

   

চলুন বইমেলায় যাই,প্রকাশকের ঢোল বাজাই্‌্‌্‌্‌্‌্‌্‌,

চলুন বইমেলায় যাই,প্রকাশকের ঢোল বাজাই্‌্‌্‌্‌্‌্‌্‌, বন্ধু,এবার আপনার নতুন বই এসেছে নিশ্চয়ই? তবে চলুন মেলায় যাই,প্রকাশকের ঢোল বাজাই। প্রকাশকের ঢোল বাজিয়ে নিজের বইটা বিক্রি করি। বন্ধুদের বইটি কিনতে অনুরোধ করি। আমার মত প্রতিদিন বইটির ছবিসহ স্টাটাস দিই। বইটি কেন কেনা প্রয়োজন? এ নিয়ে নিজের লেখার মহাত্ম্য গাই সবার কাছে।

আত্মীয় স্বজনরা কে কোথায় আছে তাঁদেরও একটু ফোন দিয়ে জানিয়ে দিই,আমার বইটি কোথায় আছে,কয় নাম্বার স্টলে। বন্ধুদেরকে ত সেই কবে থেকেই বলে আসছি ,আমার বইটি ঐ প্রকাশনী থেকে আসছে। পড়ে একটু মন্তব্য করিও। এভাবে পুরো বইমেলা আহা কত বিজ্ঞাপিত করি নিজেকে। যদি বইটি বিক্রি হয়।

বেশি বিক্রি করতে পারি আহা কত খুশি। প্রতিদিন মেলায় যাই গাঁটের টাকা খরচ করে ,যদি বইটির দু চার কপি বিক্রি বাড়াতে পারি। আহা বই! ... এবার ভাবুন, চোখ বন্ধ করে,এই বইটি লিখতে আপনার কত শ্রম গেছে? মহামান্য প্রকাশকের কাছে কত ধর্ণা দিলেন এই বইটি করতে । কত করে বোঝালেন আপনার বইয়ের গুণাগুণ। যাক ।

শেষ পর্যন্ত তার মনে গলল। তিনি আপনাকে বললেন, ঃলেখা কম্পোজ করা আছে ত? আপনি হ্যাঁ বোধক জবাব দেয়ার পর জানতে চাইলেন, ঃপ্রচ্ছদ অলংকরণ করাতে পারবেন ত? কত বিনয়ে আপনি বললেন, ঃতেমন আর কী? আমার কাছের কত লোক আছে্‌... হয়ত কেউই নেই। তারপর প্রকাশক মহোদয় আপনাকে তার মূল্যবান বাণীটা শোনাবেন, ঃ এ ধরনের বই ত বিক্রি হয় না। পুরোটাই লস। আপনি যদি শ' দুয়েক বই না নেন... এতেও আপনি রাজি হয়ে গেলেন।

কিছু অগ্রিমও দিয়ে দিলেন তৎক্ষণাৎ। এবার আপনার বই ঠেকায় কে? মেলা শুরু হল। আপনার বই আসেনি। আজ আসবে কাল আসবে বলে ১০ দিন কাবার। প্রকাশক বললেন, ঃবাইণ্ডিং কাঁচা,এখনও শুকোয়নি আরো অপেক্ষা।

আপনি ত তখন বিড়ালের মুখে ইঁদুর। ১৫ তারিখ চলে যায়। আহা! বন্ধু,আত্মীয়স্বজনদের প্রতিদিন বলে যাচ্ছেন, ঃ আগামীকালই বই আসবে... আপনার এ কাল মহাকাল হয়ে দাঁড়ায় সবার কাছে। মেলাশেষে হয়ত আপনার বই এল। বই বিক্রির জন্য আপনার কত ছুটোছুটি।

আমার মত। যদি কিছু বই বিক্রি হয়। সবাইকে জানাব আমার বই শেষ। আহা! আমি কত জনপ্রিয়। মেলাশেষ।

এবার ভাবুন ,আপনি এ মেলা থেকে কী পেলেন? কিছুই না। কিছু লাঞ্চনা ও অপমান ছাড়া। এ দৃশ্য শুধু আপনার নয়,৯৯% লেখকের। আসুন আমরা এ পরিস্থিতি বদলে দিই। নিজেরাই নিজেদের বই ছাপাই।

বিক্রি করি...পারিশ্রমিক নিই। আসছে আমাদের প্রকাশনা ্‌্‌্‌্‌্‌ বাংলাদেশ রাইটার্স পাবলিসার্শ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।