আমাদের কথা খুঁজে নিন

   

এবারের বইমেলায়........(২)

দ্বিতীয় দিনেও বাচ্চাদের বই ই কেনা হয়েছে । আমার জন্য একটাও কিনিনি আফসোস বিরাট আফসোস । কারণ বাচ্চাদের বই কিনা শেষে দেখি ব্যাগে টাকা নাই বেশী নিজের জন্য বই কেনার । কি আর করা ফেরত আসলাম সেদিন.......... বাসায় ফিরে বই যখন দিলাম বাচ্চাদের হাতে তারাতো মহা খুশি ।
১।

বটের তল । ভালই লাগছিল সেদিনের লেখক পাঠকের পদচারণায় বইমেলা


তা-মীম মাত্র বানান করে পড়া শেখা শুরু করেছে তাই তার জন্য কতগুলো বই কিনেছি সহজ বানানের । ওমা ওর হাতে দিয়ে দেখি আল্লাহর রহমতে ভালই পড়তে পারছে । এবং গল্প পড়ে পড়ে আমাকে শুনিয়েছে । যে আসে বাসায় তাকেই গল্প পড়ে শুনাই ।

কারণ সে নতুন পড়তে শিখেছে । সবাইই আগ্রহ ভরে তার গল্প পড়া শুনেছে তাই তার আরও আগ্রহ বেড়েছে বই পড়ার । এখন সে যে কোন বানান দেখলেই বানান করে বলে । রাস্তাঘাটে সব বিলবোর্ড পড়ে বিজ্ঞাপন পড়ে । বেটা একেবারে বিরক্ত করে ছাড়ছে ।

বাথরুমে বসেও বানান করে smile

২। তা-মীম বই পড়ছে


৩। ওদের বই পড়ার আগ্রহ দেখে আমার এত ভাল লাগে যে বলে বুঝাতে পারব না ।


যে বইগুলো ওদের জন্য কিনেছি এবার সেগুলোর ছবি
৪।


৫।




৬।


৭।


৮।


৯।


১০।




১১। গাদা ফুলের বাগান । বই মেলা চত্বরে


আরো বই কিনেছি যার ছবিগুলো পরে কমেন্টে দিয়ে দিবনে । এবার আসুন উৎসব মূখর বইমেলার আশপাশটা একটু ঘুরি ।
যেমন বই কেনার ধুম পড়ে তেমনি ফুটপাতের দোকানগুলোরও বেচা বিক্রি ভাল হয় মাশাল্লাহ ।

হেঁটে যাওয়ার সময় ছবিগুলো উঠাইছিলাম .........

১১। হাওয়ার মিঠাই বিক্রেতা ছেলেটির চেহার অনেক মায়াবি না?


১২। প্লাস্টিক ফুল । পাশে দাঁড়ানো এরা কি বিক্রেতা না ক্রেতা কুস্তা বুঝতারিনা


১৩। বাতাস পড়া প্লাস্টিকের খেলনা


১৪।

মুড়ালি । আমার খুব পছন্দের খাবার এগুলো


১৫। চুড়ির আলনা


১৬। ফুটপাতের বইয়ের দোকান


১৭। গ্রামীন জিনিসপত্র


১৮।

আমার খুব ভাল লাগে এসব জিনিস । কিন্তু কিনে রাখারই তো জায়গা নাই । তাই আর কেনা হয়নি এসব


১৯। কান নাকের ফুল বিক্রেতা


শেষ দিন বইমেলায় গিয়ে আমার জন্য দুইটা বই কিনেছি । তাও ব্লগারদের ।

একটা নীল দার আর একটা মেজদা মানে কোহিনুর ভাইয়ের ।

বই যেমন বড়দের আনন্দ দেয় তেমনি ছোটদেরও আনন্দের সঙ্গী হয় । বই কিনুন বই পড়ুন আর আম্রে বই উপহার দিন ।

এবারের মেলায় আরো বই কিনেছি সেগুলোর ছবি.........

১।


২।




৩।


৪।


৫।


৬।


৭।




৮।


৯।


১০।


১১।


১২।




আগামী বই মেলায় দেখা হবে । সে পর্যন্ত ভাল থাকুন সবাই আল্লাহ হাফেজ ....।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.