আমাদের কথা খুঁজে নিন

   

বইমেলায় ‘বিড়ালী’ !



শেষের কবিতায় রবীন্দ্রনাথ বলেছেন, শেকলওয়ালা বাঁধে বটে। কিন্তু ভোলায় না। আফিমওয়ালী বাঁধে তো বটেই- ভোলায়ও। অতিপ্রাকৃত গল্পগুলো এমনই সব আফিমওয়ালীর গল্প। যারা সাহিত্যের কট্টর নিয়মে গল্পকে বেঁধে ফেলতে অভ্যস্ত তারা নির্দ্বিধায় বিড়ালীকে ব¬কলিস্টে ফেলতে পারেন।

বিষণœ বাস্তবতার বেঁড়াজাল ডিঙিয়ে দুর্নিবার দুরন্ত কল্পনার প্রশ্রয় এজি মাহমুদের অতিপ্রাকৃত গল্পগ্রন্থÑ বিড়ালী।

বিড়ালীতে ৭টি গল্প আছে। ‘অশনীর ডাক’ গল্পটি পড়লে মেয়েদের বাথরুমে যেতে সমস্যা হতে পারে। নিশুথী রাতে রাস্তায় পিছু নেবে ‘রেড ট্রাভেল ব্যাগ’। স্ত্রীর প্রতি ভয়াবহ অবিশ্বাস ও আতঙ্কের জন্ম দেবে ‘জন্মদাগ’।

‘ঝাড়ন’ পড়লে বিছানা ঝাড়তে গা শিউরে উঠবে। কখনো ‘কিন্নরী চুড়ি’ প্রেমিকাকে গিফট করবেন না। ভার্চুয়াল প্রেমে অতিবিস্ময় ও বিরহী সুর তুলবে ‘অপকবিতা’। সবশেষ বউ-শাশুরি সম্পর্ক খামচে-আঁচড়ে দেবে ‘বিড়ালী’। বইয়ের প্রতিটি পাতায় রয়েছে সেই বহুমাত্রিক চরিত্রদের পিছু নেওয়ার আমন্ত্রণ!

জাগৃতি প্রকাশনী থেকে প্রকাশিত বইটির দাম, কমিশনসহ ১১৫ টাকা।

বিড়ালীর প্রতিটি গল্পই ১১৫ দিনেরও বেশি সময় ধরে মনে থাকবে। গল্প ভুলতে চাইলেও খামচির দাগে টান লাগবে। সুতরাং পড়ার আগে অ্যান্টিসেপটিক-ব্যান্ডেজ রেডি রাখুন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।