পাহাড়ী আঁকা বাঁকা পথে শীতাতপ নিয়ন্ত্রিত গাড়িতে পাহাড়ের কষ্টগুলোকে দূরে সরিয়ে এগিয়ে চলেছি আমরা। জানালার ফাক দিয়ে দৃশ্যমান পাহাড়ী সৌন্দর্যের খবর দিতে তাকিয়ে দেখি তোমার ঢুলু ঢুলু চোখ; বললে, খুবই ড্রাউজি লাগছে। তোমার ড্রাউজিনেস-এর কথা শুনে নিদ্রা যেন এসে ভর করল আমার দু’চোখে। আয়েশী আলস্য নিয়ে কষ্ট করে দেখি পাহাড়ের কোলে ফুটে থাকা বুনো বেগুনী ফুল টকটকে লাল কুঁড়ি ... ... ... একটু ঝাঁকি লাগতেই চোখ মেলে তাকাই – সবুজ পাহাড়ের সারি দূর দিগন্তে নীলচে হয়ে আকাশে মিশে কেমন আলসেমী ভালোলাগা বিলোচ্ছে। হলুদ মাইল ফলক পেরিয়ে এগিয়ে চলেছে শীতাতপ নিয়ন্ত্রিত গাড়ি, তাতে লেখা চিম্বুক ৪... রাত্রি; অক্টোবর ১৯, ২০০৭ লামা, বান্দরবন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।