বিএসএফের নির্যাতনে বাংলাদেশীর মৃত্যু হয়েছে। নিহত মো. মিজানুর রহমান (২৮) নবাবগঞ্জ উপজেলার নয়াপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে। গতকাল ভোরে দিনাজপুরের হাকিমপুর উপজেলার ঘাসুড়িয়া সীমান্তে এই ঘটনা ঘটে। তবে বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মেহেদী হাসান স্থানীয় সাংবাদিকদের কাছে বিষয়টি সরাসরি স্বীকার না করে বলেন, বিষয়টি শুনছি। এ ব্যাপারে তদন্ত করে দেখা হচ্ছে।
স্থানীয় সূত্রগুলো জনিয়েছে, সোমবার মিজানুরসহ ৮-১০ জন লোক হাকিমপুর উপজেলার ঘাসুড়িয়া সীমান্তের ২৮৮নং মেইন পিলারের কাছ দিয়ে যাচ্ছিল। এ সময় বিএসএফ ক্যাম্পের সদস্যরা মিজানুর রহমানকে আটক করে। ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে তার ডান চোখটি উপড়ে তাকে ফেলে চলে যায়। পরে মিজানুরের সঙ্গীরা তাকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো. হেলাল উদ্দিন সাংবাদিকদের জানান, পুলিশ হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে দিনাজপুর মর্গে পাঠিয়েছে।
লাশের ডান চোখটি উপড়ানো ছিল।
সূত্র ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।