আমাদের কথা খুঁজে নিন

   

মিডিয়া আজ সঙ্কটাপন্ন অবস্থায়

মিডিয়া আজ সঙ্কটাপন্ন যে ঘটনাটা ঘটেছে তা আমাদের সকলকেই নাড়া দিয়েছে, হতাশ করেছে, স্খলনের নির্মম প্রকাশ। অপ্রত্যাশিত এই হত্যাকান্ডে স্তব্ধ মিডিয়ার লোকজনসহ দেশবাসী। নির্বিবাদীতার ফল কি মৃত্যু? বিবেককে বোঝানো অসম্ভব, যুক্তি উর্দ্বে। নৃশংসতার বলি হবে কি উদারতা। মানুষের উদারতা সুযোগে হীন হীংস্র হতে হবে কি আমাদের? কিন্তু কিসের লোভে? সদুত্তর নেই।

দেশের কল্যাণে সংবাদপত্র বা সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। দেশের নানা সংকটে এই মিডিয়া প্রশংসনীয় ভূমিকা রেখেছে। এখনও সত্যের উন্মোচনে মিডিয়াই শেষ ভরসা। মানুষের প্রবৃত্তির শেষ নেই। কিন্তু সমাজে কুপ্রবৃত্তির চর্চার রোধে গণমাধ্যমের অবদান অনেক।

গণমাধ্যমের কারণে অপকর্ম জানাজানি হতে পারে এই ভয়ে অপকর্মই করার সাহস করে না। দুনীর্তি হ্রাসে মিডিয়ার অবদান নেহাতই কম নয়। গণসচেতনতা আর গণজাগরণে মিডিয়ার ভূমিকা আমরা অপকটে স্বীকার করে সাধুবাদ জানাই। কিন্তু মিডিয়ার এই ভালো গ্রহণযোগ্যতা ব্যবহার করে অনেকে কুকর্মে জড়িয়ে যাচেছ যা দিন দিন বাড়ছে ফলে দেশের মিডিয়া আজ সঙ্কটাপন্ন অবস্থার দিকে যাচ্ছে। মিডিয়ার ভাবমূর্তি নষ্ট অনেকে চেষ্টা করছে।

মিডিয়ার কিছু লোক নিজেদের পায়ে নিজেরাই কোড়াল মারছে। এদের হাত থেকে মিডিয়াকে বাঁচাতে হবে। হাজার হাজার লোক এ পেশায় নানাভাবে কাজ করে জীবিকা নির্বাহ করছে, কিছু লোকের কারণে এতো দিনের অর্জন ধ্বংস হতে দেওয়া যায় না। মিডিয়া সমাজের দর্পণ। আমাদের সত্য প্রকাশের হাতিয়ার।

সবার বিশ্বাসের আশ্রয়। সত্য প্রকাশের মাধ্যম। যা ঘটুক মিডিয়াকে সত্য প্রকাশ করতেই হবে নিজেকে বাচানোঁর জন্য। ভবিষ্যৎ আরো ভয়াবহ। সকলের অবদান এভাবে নষ্ট হতে দেওয়া যায় না ।

সত্য প্রকাশ ছাড়া আর কোন বিকল্প যাতে না থাকে। দোষীর শাস্তি হোক, বিচার হোক। মিডিয়া সঠিক কাজটি করুক। নতুবা জাতির কাছে মিডিয়া গ্রহণযোগ্যতা হারাবে যার পরিণতি ভয়াবহ। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.