বিচ্যুত যৌবনে জোছনা আমায় করেছে উম্মাদ তবুও পাঁঠাদের পদলেহন চলতে থাকবেই
আজকের খারাপ নিউজগুলোর মধ্যে অন্যতম হচ্ছে জ ই মামুনের গাড়ি ছিনতাই করার চেস্টা। দূবৃত্তরা তার গাড়ি ছিনতাই করার চেস্টা করে ব্যার্থ হয়ে তার গাড়ি ভাংচুর করে এবং পরবর্তীতে আশ পাশের লোকজন চলে আসলে তারা পালিয়ে যায়। গুলশান থানার ওসি নিশ্চিত করেছে ঘটনা সত্য।
সংক্ষেপে নিউজটা হলো এই। এবার আমার কিছু অনুসিদ্ধান্ত:
১. গুলশান থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে নিশ্চয় এখন ঘুমাচ্ছেন অথবা সরকারের মূল এজেন্ডা জামায়াত যুদ্ধ ও বিরোধীদল নীপিড়নের জন্য কিভাবে কাজ করবেন তা নিয়ে ব্যাস্ত আছেন।
২. সরকার অথর্ব মন্ত্রী সাহারা কিছু দিনের মধ্যেই আবারো বলবেন দেশের আইন শৃংখলা পরিস্থিতি পূর্বের যে কোন সময়ের চেয়ে ভালো আছে এবং জ ই মামুনেরা বিনা প্রশ্নে এ নিউজ উত্তম জাজাসহ কভার করবেন।
৩. জ ই মামুনের মতো পা চাটা পাঁঠার দলগুলো আওয়ামীলীগের পা চাটতে চাটতে জিহ্বা ক্ষয় করে ফেলবে আগের মতোই, কোন ব্যাতিক্রম হবেনা। আর তারেক জিয়া, খালেদা, আরাফাত, নিজামী, সাঈদীদের অপদস্থ করাটাও চালিয়ে যাবে।
৪. সুশীলীয় বাক্য আর স্বার্থান্ধ নিরপেক্ষতা আগের মতোই জ ই মামুনেরা চালিয়ে যাবে।
৫. কিছু আবাল ও বন্ধুসভা টাইপের আঁতেল মিলে মানববন্ধন করবে এখানে কিছু গান, কবিতা, আবৃত্তি হতে পারে, মঙ্গল প্রদীপ জ্বালানো হতে পারে।
তারপর আবার সরকারের গুনগানে ব্যাস্ত হয়ে পরবে যথাযথভাবে।
৬. দূবৃত্তরা যদি নিজে ধরা না দেয় তাহলে চিফ হুইপ পেটাতে উস্তাদ পুলিশ দূষ্কৃতিকারীদের টিকিটির খোঁজও পাবেনা বলে ধারনা করছি।
৭. আমরা সবাই আবারো সবকিছু আগের মতোই ভুলে যাবো। নতুন কোন এক ঘটনা নিয়ে ব্যাস্ত হয়ে পরবো। যেমন করে ভূলে যাচ্ছি।
আমানুষ পরিমল, হাসান মাসুদ, এসআই বিপ্লব গংদের। (গালিটা এদের জন্য খুব অমায়িক হয়ে গেলো বলে দুঃখিত। পোস্টে গালাগালি করার বিষয়টি সংবিধানে নাই। হাইকোর্ট থেকে রুল নিয়ে সংযোজন করতে হবে, বিছারক খয়েরকে খুজতাছি। )
লিখলে আরো বহু কিছু লেখা যায়।
কিন্তু আর না লিখে আপনাদের হাতে কী-বোর্ড ছেড়ে দিলাম। আপনারাই বলেন মিডিয়া কর্মীর উপর আক্রমনের এই ঘটনার পর কি সরকারের ব্যার্থতা, আইন শৃংখলার অবনতি, শুধুমাত্র বিরোধীদল নিধনে সরকারের বেশী ব্যাস্ত থাকা এসব বিষয়ে মিডিয়াগুলো সোচ্চার হবে??
আমার মনে হয় না.........
তবে কি মিডিয়া বাকশাল শাসনামলের মতো আবারো বন্দী??
তবে কি মিডিয়া কর্মীরা এখনো বহুল প্রচলিত আওয়ামীলীগের পা চাটা দালালই রয়ে গেছে??
সংবাদপত্র মুক্ত হোক।
জ ই মামুনের প্রতি সমবেদনা।
দোষীদের শাস্তি হোক।
আইনের শাসন কায়েম হোক।
এখানে ক্লিকিয়ে নিউজটা পড়ে ফেলুন ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।