আমাদের কথা খুঁজে নিন

   

মনের কথা বলিতে ব্যাকুল...১

আজ ভালবাসা দিবস। তাই মনের কষ্ট গুলো প্রকাশের মাধ্যম হিসেবে ব্লগ কেই বেছে নিলাম। যদিও কথা গুলো এভাবে বলা ঠিক হবে কিনা বলতে পারছি না। তবুও আজ বলবই। আমি ছোট বেলা থেকেই একটু মুখচোরা লাজুক প্রকৃতির ছেলে।

তাই কারো সাথে সহজে মিশতে পারতাম না। যখন প্রথম স্কুলে ভর্তি হই। তখন কারো সথে কথা না বলে এক কোনায় একা বসে থাকতাম। পুরো ক্লাসে কোনো বন্ধু ছিল না। কিছুদিন পর একটি মেয়ে এসে নিজে থেকে কথা বলতে আসলো।

কথা বলল। দুজনেই বেশ খুশি ছিলাম। মেয়েটার এক জমজ ভাই ও ছিল আমাদের ক্লাসে। কিছুদিনের মধ্যেই আমরা বেশ ভাল বন্ধু হয়ে গেলাম। এভাবে k.g. থেকে ক্লাস ফোর পর্যন্ত আমরা একসাথেই ছিলাম।

এই সময়ে আমার জীবনে মেয়ে বলতে আমার মা ছাড়া এই একজনই। আমার ওই সময়ের বেস্ট ফ্রেন্ড ও এই মেয়েটিই। অনেক মজা করতাম আমরা। অনেক সুখ স্মৃতি জড়িয়ে আছে ওদের সাথে। একসাথে স্কুলে যেতাম আসতাম।

পথে অনেক কথা হত। একসাথে বৃষ্টিতে ভিজতাম। খেলতাম। এভাবে ভালই চলছিল আমাদের জীবন। এর পর ওরা দুজন এ অন্য স্কুলে ভর্তি হয়।

আমি একটি দুর্ঘটনায় ক্লাস ফাইভ এ পড়ি নাই। ক্লাস সিক্স এ আমি অন্য স্কুলে ভর্তি হই। আমাদের মধ্যে ব্যবধান এর শুরু এ সময়েই। এভাবে আমি আমার পড়ালেখা নিয়ে ব্যস্ত হয়ে যাই। ওরাও ওদের মত থাকে।

আমাদের মধ্যে যোগাযোগ প্রায় বন্ধই হয়ে যায়। আমি আমার ক্লাসের একজন নিরীহ স্টুডেন্ট হিসেবে অপরিচিত থেকে যাই। ক্লাসে অনেক মেয়ে থাকলেও তাদের সাথে আমার কোন কথা হত না। ক্লাসে ছেলেদের মধ্যেও আমার বন্ধু সংখ্যা খুব কমই ছিল। মাঝে কিছু ঘটনায় আমার কিছু খারাপ ছেলেদের সাথে বন্ধুত্ব হয়।

তাদের সাথে থেকে আমি কিছুটা খারাপ হয়ে যাচ্ছিলাম। স্কুলে রেসাল্ট খুব খারাপ ছিল না তবে খুব খারাপও ছিল না। ভাল স্টুডেন্ট হিসেবে পরিচিতিটা তখনও ছিল। বন্ধু কম থাকায় মাঝে মাঝে খুবই একাকিত্ব এবং হতাশ বোধ করতাম। ক্লাস নাইন এর ফাইনাল পরীক্ষা।

বাংলা পরীক্ষা ছিল, আমার স্পষ্ট মনে আছে। দুপুরে পরীক্ষা দিতে যাচ্ছিলাম। হঠাৎ আমার চোখ পড়ে বিপরীত দিক থেকে আসা একটা রিক্সায়। দেখি সেই মেয়েটি। আমার সেই পুরনো বন্ধু।

সে আমাকে দেখেছিল। তার মুখে ছিল এক চিলতে হাসি। আমি কিছুই বুঝলাম না। তবে দেখা হবার পর থেকেই মনের ভেতর কেমন যেন করতে থাকে। অনভূতিটার নাম আমার জানা ছিল না।

তবে যে নামই হোক অনুভূতিটা ভালই লাগছিল। তখন আমি এর নাম দিতে পারিনি। পরীক্ষা শেষ হল। অনেক খুজে তাদের ঠিকানা খুজে বের করলাম। একদিন তাদের বাসায় গেলাম।

তাদের সাথে বসে কথা বললাম। অনেক ভাল লেগেছিল সেদিন। বেশ খুশি ছিলাম আমি। এভাবে চলতে চলতে আমার মনে হল আমি মেয়েটাকে ভালবাসি। চলবে. . . ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.