আজকে নিউহ্যামের টাউনহলের সামনে দিয়ে আসছিলাম। বাস যখন টাউনহলের সামনে দিয়ে ইস্টহ্যামের দিকে মোড় নিল, তখন আমি মাথা চুলকাচ্ছি। টাউনহলের দরজার সামনের স্ট্যান্ডে ইয়া বড় এক পাকি পতাকা। দুই পাশে আর দুটো মাঝারি সাইজের পতাকা, একটা রাণীর ইউনিয়ন জ্যাক, আরেকটা নিউহ্যামের পতাকা। (প্রসঙ্গতঃ লন্ডনের আঞ্চলিক বিভাগগুলোকে বরো (Borough)বলা হয়, যেগুলো অনেকটা আমাদের থানার মত, যেমন রমনা থানা বা ধানমন্ডী থানা।
)
আমি মহা চিন্তায় পড়ে গেছিলাম, ঘটনা কি? মানলাম নিউহ্যামে এশিয়ান বাড়তে বাড়তে এখন সাদাগোরে মাইনরিটি বানায়ে ফেলসে, মানলাম কাউলারা আজকাল আর পাত্তা পায় না, মানলাম এশিয়ানগুলার মধ্যে দুই চারটা পাকিও আছে, তাই বলে পুরা নিউহ্যাম অফিশিয়ালি পাকিস্তানের আন্ডারে সারেন্ডার করে বসবে? গণহারে সিলটী থাকার পরেও? যাই হউক, বাসও পার হয়ে গেছে দুই মিনিট পরে আমিও ভূলে গেছি।
ব্লগ খুলে দেখি ওহো। এই দিনেই প্রভূরা বিদায়ের দিন সিজারিয়ান করে দুই দেশ বানিয়েছিলেন। এখন তেনারাই পতাকা টাঙ্গিয়ে সম্মান জানাচ্ছেন। যাউগগা, ১৬ই ডিসেম্বরে আবার আমুনে এইদিকে, লাল সবুজ না দেখলে খবর!
লন্ডনে কেউ থাকলে নিউহ্যাম টাউনহলের সামনে দিয়ে একটা চক্কর লাগান
[ফ্লাডিং এর আশংকা করছিঃ(।
আমার দোষ নাইক্কা ! ]
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।