আমি ভাই নির্ভেজাল এখন রাত ১:৫০। যান্ত্রিক এই শহরে হয়তো এটাকে গভীর রাত বলা যায় না। মালিবাগ মোড়ের এক গলিতে আমার বাসা। মেসে থাকি। চলন্ত ট্রাকের দুরন্ত বেগের শব্দ এখানে স্পষ্ট।
রুমমেট নেই বলে এ রুমের রাজা এখন আমিই। রুমের ভিতরেই বিড়ী ধরাই নির্দ্বিধায়। ১০ টা থেকে এ পর্যন্ত অলরেডি ৭টা টেনে ফেলেছি। কড়া গোল্ড লিফ এর নিকোটিন এখন আর আমার ফুসফুসে তেমন একটা ইফেক্ট করে না। সারাদিনের অনেক আড্ডার ভারে অনেকটাই নুয়ে গেছি।
বিছানা থেকে টেবিলে এসে প্লেলিস্ট থেকে 'ভিনদেশি তারা' গানটা প্লে করলাম। রিপিট দিয়ে আবার বিছানায়। চাইনিজ মোবাইল টা হাতে নিয়ে অনেক্ষন নাড়াচাড়া করেও কি যেন মনে করে আবার রেখে দিলাম। অনেক কথা বলতে ইচ্ছা করছে আজ। একটু সুখ পেতে মনটা আজ যেন একটু বেশিই হু হু করছে।
কল দেব কি দেব না। কনফিউসড।
কিছুই ঠিক করে উঠতে পারছি না। কেন যেন তোমার ভয়েচ টা একটু শুনতে ইচ্ছে করছে।
এটাই বুঝি......... ভালোবাসা
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।