মানুষ কিছু জানত না বলে সে জানার আগ্রহে ছিল ভরপুর,এখন মানুষ কিছু জানে বলেই সে অজানাকে পাঠিয়েছে বহুদূর খুজছি নতুন কোন ভাবনা লেখার জন্য রূপ দিতে একটি কবিতার,পড়াবো বলে নিজেকে বাইরে বৃষ্টির প্রলাপ,টিপটিপ,এটাতো কোন বিষয় নয় জানালার পাশে অদুরে ফেললাম দৃষ্টি,পরিচিত জায়গা কিন্তু জায়গার মানুষটি অনিয়মিত,কখন আধো ঘুম,আধো জাগরন জাগরন দেখেছি কম-ই,নিজে ঘুমিয়ে ছিলাম বলে সেতো রাতের প্রহরী,আমাদের জীবনের রক্ষার দাবিদার ঘুমিয়ে ঘুমিয়ে রাত ঠিক-ই পাহাড়া দিচ্ছে এটাই কি তার কাজ? টেবিলের পাশে ঘড়ি,রাত দুটো,জানালা দিয়ে দিলাম উকি নেই তো সে,জাইগাটা আছে,তবে ঘুম কি আজ তাকে হার মানিয়েছে পিইইইইইপ,পিপ...ঠক ঠক...পিপ পিইইইপ মানষিক প্রশ্নের সদুত্তর,তার মানে সে টহল দিতে নেমেছে... সঙ্গীদের শব্দ দিয়ে জানালো আমি এসেছি কিছুক্ষন পর তার আগমন,হাতে লাঠি,গায়ে খাকি পোশাক মুখে সিগারেট,মাথায় টুপি,চোখে কি বোঝা গেল না হয়ত ঘুম,হয়ত আবার জাগরন থাকতে পারে, কিন্তু কেন সে এল?ফাকিবাজের এই পৃথিবীতে ফাকি কে দেয় না সাথে আবার বাজিও ধরে ফাকি না দেওয়া,এটাই কি তার কাজ? পেটের দায় বড় দায়,পেট শান্ত তো সব শান্ত এক বেলা খাবারের আশায় দূবেলা কর্মস্থলে পাহাড়া দেওয়া মাঝখানে একটু অবিস্রান্ত দেহ,ঢুলে পড়া তাই... সংসার নামক খেলায় মেতেছে সে,জুয়ার অন্য নাম সংসার হারা যাবে না,যে কয়টি পেট হারলে সে কয়টি গালি ধিক্কার নামক গালি ভাবছি আর তাকিয়ে আছি মানুষ চোর হলে চুরি করে,ডাকাত হলে ডাকাতি করে আর পাগল হলে পাগলামি করে পেটের তানে বেচে থাকার মত খাদ্য আর দ্বিতীয়টি নেই এই বেচে থাকাই তো নিশ্চিত করছে তারা,বিনিময়ে আমরা অনিশ্চিত করছি তাদের বেচে থাকা তারা তো আমাদের মত স্বপ্ন দেখার মানুষ স্বপ্ন দেখানোর মানুষ পিইইইইইপ,পিপ...ঠক ঠক...পিপ পিইইইপ প্রিইইইইই...ঠক ঠক... এই ঠক ঠক আওয়াজ আমাকে জাগিয়ে তুললো কিন্তু দারিদ্রের ঠক ঠক তাদের সর্বদা জাগিয়ে রেখেছে জেগে থাকা মানুষকে আর জাগানো যায় না রাতের প্রহরী ঘুমের মদ্ধেও জেগে থাকে আমাদের ক্ষনিকের জেগে থাকা নিশ্চিত করার জন্য এই জেগে থাকাই কি তার কাজ? আমার জেগে থাকা সকল মুহূর্ত তোমাদের দিলাম এই মুহূর্তগুলো নিয়ে তোমরা জেগে থাকো হে রাতের প্রহরী এটাই তোমাদের কাজ...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।