ঠিকই "অনেকদিন" ছিলাম না।
ঘরে ফিরে দেখি, আমার ভালোবাসার গাছটির টবের মাটি শুকিয়ে কাঠ।
গাছের পাতাগুলো গুটিয়ে গিয়েছে অভিমানে।
ফুলগুলি মলিন।
কূঁড়িগুলো মনমরা।
দেখে ছ্যাঁৎ করে উঠলো বুকটা।
অনেক কিছু ভালো লাগার মধ্যে
এই গাছটাও তো আমার পাগল হতে থাকা ভালোবাসা।
তাড়াতাড়ি জল ঢালি শিকড়ে।
রাগে গজগজ করে বলতে থাকি,
"ছিলাম না, তাতেই এই চেহারা!
যখন চলে যেতে হবে চিরতরে,
যেমন যেতে হয়। তখন কী হবে?"
জলে ভিজে পাখির ডানা ঝাপটানোর মতো
পাতা মেলে গাছ বলল,
"চলেই যদি যাবি, ভালোবেসেছিস কেন?
ভালোবাসলে চলে যাওয়া যায় নাকি!
পারবি না তুই যেতে।
ছাড়বই না। "
ভালো লাগে শুনতে। ভালোবাসার বুক ভরে যায়।
ওকে বলি, এটা কি অধিকারবোধ?
উত্তর শুনি, এটাই ভালোবাসা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।