আমাদের কথা খুঁজে নিন

   

এটাই কি সোনার বাংলাদেশের চেহারা? এটাই কি স্বাধীন দেশ? না আমি কিছুই বলবো না। মাত্র দুটো কথা ছাড়া।

স্বাধীন দেশে স্বাধীন ভাবে চলতে চাই.......

না আমি রাজনীতি নিয়া কিছুই বলবো না। আমি রাজনীতি নিয়া কিছুই লিখবো না। কারন আমি রাজনীতি বুঝিনা। আমি রাজনীতি করি না। আর আমি রাজনীতি করে কারো মা বাবার বুক খালি করতে পারবো না।

২০/২২ বছরের গৃহবধূকে বিধবা করতে চাই না। আদরের বোনটাকে ভাই হারা করতে চাই না। ফুটপাতের দোকানদারের ১০ টাকা আয়ের ৫ টাকা নিতে পারবো না। আর আমার মায়ের চোখের জলও ফেলতে দেবো না। আমার আদরের বোনটাকে ভাইহারা করবো না।

আমার বাবার কাধে আমার লাশ তুলতে দিবো না। আমার নতুন বৌটাকে স্বামীহারা করবো ন। আমি রাজনীতি করে ২/৪ টা বাড়ি গাড়ির মালিকও হতে চাই না। আমি রাজনীতি করে সরকারি সফর নামে সুইচ, প‌্যারিস যেতে চাই না। আমি চাই শুধু দেশের একটু শান্তি।

আমি চাই দেশের উন্নয়ন। আমি চাই গরীবের মুখে দুটো ভাত। আমি চাই ৩০ লাখ শহীদের রক্তের দামটা যেন সারা জীবন অমর হয়ে থাকে। আমি আমার এ দুটো কথা ছাড়া আর দেশের কাছে কিচ্ছু চাই না । আমার কান্না আর বন্ধ হচ্ছে না।

কেন হচ্ছে না তা আমি আর বুঝতে পারছি না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.