আমাদের কথা খুঁজে নিন

   

এটাই স্বাধীনতা, এটাই স্বাধীন পররাষ্ট্র নীতি



আমরা স্বাধীনতা নিয়ে যত গর্ব করি বা যত কথা বলি পৃথিবীর কোন স্বাধীনতা অর্জনকারী জাতি তত কথা বলে কি না সন্দেহ আছে । পৃথিবীতে বহু দেশ বা জাতি আছে যারা আন্দোলন বা রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছে । কিন্তু তারা স্বাধীনতা নিয়ে মাতামাতি করে স্বাধীনতাকে বিতর্কিত করেনি , যা আমরা করেছি । বিশ্বে বহু জাতি আছে যারা তাদের স্বাধীনতা আন্দোলনের নেতাকে পিতৃতুল্য শ্রদ্ধা করে , কিন্তু তারা তাদের নেতাকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি পাইয়ে দেয়ার জন্য নেতাকেই বিতর্কিত করে ফেলে নি । যা আমরা ইতিমধ্যেই করেছি ।

বিশ্বের স্বাধীনতা প্রাপ্ত দেশ ও জাতিগুলো যে দেশ থেকে স্বাধীন হলো সে দেশের সাথে সম্পর্ক তিক্ততার পর্যায়ে রাখে নি । যা আমরা করে ফেলেছি । স্বাধীনতা প্রাপ্ত খুব কম দেশ বা জাতি আছে যারা স্বাধীনতা আন্দোলনে সাহায্যকারী দেশের পরোক্ষ উপনিবেশে পরিণত হয়েছে । কিন্তু আমরা না বুঝলেও এক্ষেত্রে এগিয়ে চলেছি । কি এই স্বাধীনতা ? আমরা কি স্বাধীনতা আসলেই পেয়েছি ।

আমরা কি আসলেও স্বাধীন জাতি ? আমাদের পররাষ্ট্র নীতি কি স্বাধীন ? আমাদের দেশের সরকার কি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে সক্ষম ? যদি সক্ষমই হয় তাহলে আমাদের প্রধান মন্ত্রীকে কেউ মুখ্যমন্ত্রী বললে কেন তার প্রতিবাদ করি না ? আমার দেশকে মুখের উপর বাফার কান্ট্রি বলে গেলেও কেন তার উত্তর দিতে সাহস পাই না ? একটি দেশের কূটনীতিক আমার দেশের বুদ্ধিজীবীদেরকে তথাকথিত বলে উপহাস করলেও কেন তার প্রতিবাদ জানানোর সৎসাহস নেই ? আমরা জাতি হিসেবে আসলে অন্ধ আবেগে চলি । আমাদের বোধ শক্তি দুর্বল । দালালী করা আমাদের জাতীয় স্বভাব হয়ে গেছে । আজকে মোটামুটি সব মিডিয়ায় খবর এসেছে , মার্কিন প্রেসিডেন্ট ওবামা বলেছেন , যুক্তরাষ্ট্র ইরানের সাথে পারস্পরিক সম্মানের ভিত্তিতে সম্পর্ক চায় । অথচ কিছু দিন আগেও মার্কিনীরা ইরানকে হামলা কিংবা নিষেধাজ্ঞার ভয় দেখিয়েছে ।

কিন্তু ইরানীরা নির্ভিক চিত্তে মার্কিনীদের হুমকীর জবাব দিয়েছে । পরিণতিতে আজ দোর্দন্ড প্রতাপের অধিকারী মার্কিন সরকার বলছে আমরা ইরানের শান্তিপূর্ন পারমাণবিক অধিকার মেনে নিয়েছি । এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে দুই দেশের মধ্যে সম্পর্ক চাই (সূত্র এখানে দেখুন) মজার ব্যাপার হলো এরপরও ইরানী নেতারা সন্তুষ্ট নয় । তারা বলছেন যুক্তরাষ্ট্রকে তার কথা কাজে পরিণত করে দেখাতে হবে । তারপরই সম্পর্কের বিষয়টি বিবেচনা করা যাবে ।

এটাকেই বলে জাতীর আত্মসম্মান । এটাকেই বলে স্বাধীনতা । এটাকেই বলে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেয়া ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.