আমাদের কথা খুঁজে নিন

   

আমার ব্রিগেডিয়ার জেনারেল হওয়ার রহস্য

স্বপ্ন ছুঁয়ে সামুতে এর আগে একবার আমি মেজর জেনারেল হয়েছিলাম ! তখন আমার অপরাধ ছিলো এ দেশের দুই মহান নেত্রী এবং ড. ইউনুস সংক্রান্ত কিছু তিক্ত সত্য কথা বলা! ফলাফল দিন তিনেকের জন্য আমি মেজর জেনারেল! আজ আমি হলাম বিগ্রেডিয়ার জেনারেল ( পর পর দুইবার তো আর মেজর জেনারেল হওয়া যায় না! এবার তাই পদোন্নতি!) ! এবার আমার অপরাধ সামুর এক মহান সুশীল (!) , মহান অসাম্প্রদায়িক (!) চেতনার ব্লগারের এক পোষ্টে কিছুটা কড়া ভাবে সত্য কথন! তবে আমার দোষ আরো ছিলো ! গতকাল এই সুশীলের এক চরম অসাম্প্রদায়িক (!) এক পোষ্টের পেছনের কিছু নোংরা সত্য উস্থাপন করেছিলাম আমার একখানা পোষ্টে! এবং আমার মত আরো অনেকেরই প্রতিবাদের কারনে বেচারার পোষ্ট খানা হারিয়ে যায় স্টিকি হতে ! তবে এরপর ফিরে আসে আরো অসাধারন অসাম্প্রদায়িক (!) মনোভাব নিয়ে! সেখানে আজ আবার একটু প্রতিবাদ এবং আমি ব্রিগেডিয়ার জেনারেল! মজাই মজা! মুক্ত মত প্রকাশের উন্মুক্ত প্রদর্শনী! ধন্যবাদ সকল মুক্ত মতের ধ্বজ্জাধারী গনকে! তবে একটা কথা, ব্লগেই সামান্য যৌক্তিক সমালোচনা সহ্য করতে না পেরে যারা ক্ষমতার অপপ্রয়োগ দেখাচ্ছেন , তারা বাস্তব জীবনে কতটা অসাম্প্রদায়িক (!) , মুক্ত চিন্ত্রার (!) অধিকারী তা বুঝতে তেমন একটা কষ্ট হয় না! সবশেষে, এই পোষ্টের জন্য আমারে না আবার ফিল্ড মার্শাল বানায় দেয়

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.