আমি জেনারেল তাকা ‘কিংস পার্টি’: ব্রিগেডিয়ার জেনারেল আমিন বলেন, রাজনৈতিকভাবে অপরিচিত ফেরদৌস কোরেশি একটি ‘কিংস পার্টি’ গঠনের উদ্যোগ নিয়েছেন। এ দল গঠিত হচ্ছে প্রধানত অন্যান্য দল থেকে বেরিয়ে আসা লোকজন নিয়ে এবং এটা হবে নতুন রাজনৈতিক নেতৃত্বের একটা উৎস। তবে আমিন এও মনে করেন, বিএনপি ও আওয়ামী লীগের অধিকাংশ সমর্থকই নিজ নিজ দলের সঙ্গেই থেকে যাবেন। সরকার অচিরেই ছাত্ররাজনীতির ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করবেও বলে তিনি জানান। জামায়াতে ইসলামী: প্রধান দুটি রাজনৈতিক দলের মধ্যে চলমান রাজনৈতিক ওলটপালটের ফলে জামায়াতে ইসলামী লাভবান হবে কি না—এই প্রশ্নের উত্তরে আমিন নেতিবাচক জবাব দিয়ে বলেন, জামায়াত কোনো নির্বাচনে একা জিততে পারে না। সাফল্য পেতে তাদের অন্য কোনো দলের সঙ্গে জোট বাঁধতে হয়। Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।