আমাদের কথা খুঁজে নিন

   

সামুর আজকের দৃষ্টি আকর্ষণ ব্যানারে কৌশিকের পোস্ট "সাম্প্রদায়িক সংঘাতের খবর মিডিয়ার চেপে যাওয়া উচিত হবে না" স্টিকি করা প্রসঙ্গে

সামুতে অর্থহীন অশুদ্ধ বাংলা ও বাংলিশ শব্দ পরিহার করি সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। " এই নোটিসট সম্প্রতি সামুর প্রতি পাতার নিচে প্রদর্শিত হচ্ছে। এর মানে সকল লেখার দ্বায়ভার শুধু মাত্র লেখও ও প্রকাশকারীর। সামুর কোন দ্বায়দ্বায়িত্ব নাই।

তা হলে প্রশ্ন সামু কী দ্বায়িত্ব পালণ করছে? বাংলাদেশ সকল ধর্মের ও মতের মানুষের ধর্মনিরপেক্ষ ও সম্প্রতির দেশ। এখানে কোন ধর্মের প্রতি কারো বিদ্বেশ নাই, হিংসা নাই। তবে মাঝে মাঝে কিছু ধর্মান্ধ ও উগ্র মৌলবাদীদের দ্বার সংঘটিত কিছু বিচ্ছিন্ন ঘটনা এই সম্প্রতির মাঝে চিড় ধরাতে চেষ্টা করলেও তাকে প্রতিহত করা হয় কঠোর হস্তে। সম্প্রতি তেমনি একটি ঘটনা ঘটে হাট হাজারীতে। একটা ভুল বোঝাবুঝি থেকে এ অনাকাঙ্খিত ঘটনা ঘটে গিয়ে থাকবে হয়তো।

তবে অনেকের মতে এর সঙ্গে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই শিবির কর্মীর হত্যার ঘটনার সম্পৃক্ততা থাকতে পারে। তাছাড়া দেশ যখন যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছে তখন একে বাধাগ্রস্থ করতে কেউ কেউ ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইবে এটাই স্বাভাবিক। সুতরাং এই মূহুর্তে এমন কোন উস্কানীমূলক বক্তব্য বা কার্যকলাপ কোনমতেই গ্রহনয়োগ্য নয় যাতে করে বাংলাদেশের হিন্দু মুসলমানের সম্প্রতির বন্ধনে আঘাত করে। সামুর আজকের দৃষ্টি আকর্ষণ ব্যানারে কৌশিকের পোস্ট "সাম্প্রদায়িক সংঘাতের খবর মিডিয়ার চেপে যাওয়া উচিত হবে না" স্টিকি করা আমার মতে তেমনি একটি আত্মঘাতী সিদ্ধান্ত। লেখকের উদ্দেশ্য মহত হলেও এই পোস্টের পক্ষে ও বিপক্ষে দু্টি দল ইতি মধ্যে অনেক উস্কানীমূলক বক্তব্য প্রদান অব্যাহত রেখেছে।

যার কারনে অনেক নিরপেক্ষ পাঠক ও মন্তব্যকারী এই পোস্টকে স্টিকি করার কারনে সামুর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাবার পূর্বেই পোস্টটির স্টিকি অবস্থান থেকে সরিয়ে ফেলার অনুরোধ সামুর বিজ্ঞ মডারেটরদের প্রতি। যাতে করে সামুর নিরপেক্ষতা বজায় থাকে। আশা করি আমার অনুরোধ বিবেচনায় নেয়া হবে। আমরা চাই সকল ধর্মের সহাবস্থান।

কোন উস্কানি নয় যা সর্ম্প্রতির বন্ধনকে ছিন্ন করে।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.