অন্য সময় দিলে আমরাত দেখিনা এসব, তাই এই মহান ভাষা আন্দলনো মাসে শেয়ার করলাম। ২১ ফেব্রুয়ারি ১৯৫২ এর নাম না জানা হাজার ভাষা সৈনিক দের একজন এর মুখের অমূল্য কিছু কথা। http://www.youtube.com/watch?v=qFbhdEG2USw হাজার ভাষা সৈনিক সংগ্রাম করে আমাদের মাতৃ ভাষা বাংলা এনে দিয়েছেন। তাঁদের অবদান হাজার ধন্যবাদ দিয়েও মূল্যায়ন করা সম্ভব নয়, তবুও তাঁদের কজনকে আমরা ব্যক্তিগত ভাবে ধন্যবাদ দিতে পেরেছি। কজনকেইবা দেখেছি। আসুন তাঁদের একজনকে দেখি আর কমেণ্টের মাধ্যমে ধন্যবাদ দেই। লিঙ্কটা আগেই পেয়েছিলাম । কিন্তু দুঃখের সাথে বলতে হয়, অন্য সময় দিলে আমরাত দেখিনা এসব, তাই এই মহান ভাষা আন্দলনো মাসে শেয়ার করলাম, ভিডিওর নিচের বর্ণনা পড়লে চোখে পানি চলে আসে। আপনিও দেখার পর শেয়ার করুন, কমেন্ট এ আপনার অনুভূতি ব্যক্ত করুন। ৩ ভাগে বিভক্ত ভিডিওটি দেখতে এই লিঙ্কে ক্লিক করে দেখা যাবেঃ http://www.youtube.com/watch?v=qFbhdEG2USw
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।