যা তুমি আগামিকাল করতে পার, তা কখনো আজ করতে গিয়ে ভজঘট পাকাবে না...
প্রেস ফটোগ্রাফারদের একটি বিশেষ মন্ত্র আছে। এক বাক্যের কথাটি হলো- ফিট অ্যান্ড বি দেয়ার। অর্থাৎ প্রস্তুতি নিয়ে ঘটনাস্থলে যাও। ইংরেজিতে কথাটি এভাবে লেখা হয়- F8 and be there। খেয়াল করে দেখবেন ফিট শব্দটি এখানে সংক্ষেপে F8 দিয়ে লেখা হয়েছে।
একজন প্রেস ফটোগ্রাফার অনায়াসে বুঝবেন এ ফিট মানে এফ এইট অ্যাপারচার। মানে হলো প্রস্তুতির পাশাপাশি সম্ভাব্য ছোট অ্যাপারচারে ফটো তোলার কথা বলা হয়েছে। এমন আরো প্রবাদতুল্য কথা আছে যা দীর্ঘদিন অনুপ্রাণিত করেছে ফটোগ্রাফারদের। আসুন আজ আমরাও কিছু উৎসাহ পাওয়ার চেষ্টা করি।
অনেকে জানতে চান, একজন ভালো ফটোগ্রাফার কি করে ভালো ফটো তুলতে পারেন।
ফটো তোলার সময় তার মনে কি চিন্তা চলে এবং ফটো তোলার আগের মুহূর্তে তিনি কি ভাবেন। এর উত্তর পাবেন নিচের এ কোটেশন থেকে- একজন ভালো ফটোগ্রাফার হিসাব করেন ইঞ্জিনিয়ারের কলম দিয়ে, চিন্তা করেন দার্শনিকের মন দিয়ে এবং দেখেন একজন কবির চোখ দিয়ে।
অনেকেই ফটো তোলার সময় টেকনিকাল বিষয়ে অনেক বেশি গুরুত্ব দেন। টেকনিকাল দিকে অবশ্যই খেয়াল রাখা জরুরি কিন্তু অন্য কোনো দিকে খেয়াল না রেখে কেবল টেকনিকাল বিষয়ে নির্ভুল থাকলে তা আপনাকে বড় ফটোগ্রাফার বানাবে না। যেমনটা বলা হয়েছে এভাবে- ফটোতে গ্রে অ্যামাউন্ট হিসাব করা ভালো, আরো ভালো ওই ফটো বিষয়ে আপনার চিন্তা কতোটুকু গ্রে ছিল সেটি সম্পর্কে সচেতন থাকা।
অনেকেই চান বাজারের সবচেয়ে দামি এবং সবচেয়ে বেশি ফাংশন আছে এমন ক্যামেরার মালিক হতে। সোজা ভাষায় বাজারের সবচেয়ে ভালো ক্যামেরাটি আমার চাই। কিন্তু প্রশ্ন হলো, ভালো ক্যামেরা কোনটি? উত্তরে বলা যায়- ভালো ক্যামেরা সেটিই, যার ওপর একজন ভালো ফটোগ্রাফার আস্থা রাখেন।
এর পরও প্রশ্ন থেকে যায়। ভালো ক্যামেরা পেলেই কি ভালো ফটো নিশ্চিত করে? এর উত্তরে আমারা তাকাতে পারি আরো একটি অমৃতবাক্যের দিকে- ক্যামেরা অনেকাংশেই একটি বহুরূপী গিরগিটির মতো।
ব্যবহারকারীর ব্যক্তিত্বের সঙ্গে তারও স্বভাব বদলায়।
তাহলে একজন ভালো ফটোগ্রাফার কি করেন? তিনি ক্যামেরাটিকে বোঝার চেষ্টা করেন এবং এর ক্ষমতা ও অক্ষমতা জেনে নেন। তার পর সচেতনভাবে ক্যামেরাটিকে ব্যবহার করেন। এমনকি ঠিক ভাবে ব্যবহার করতে জানলে লেন্সের ওপরের ধুলাও ফটোগ্রাফারের অ্যাসিস্টান্ট হিসেবে কাজ করতে পারে।
তাহলে কিভাবে এগোনো দরকার? ফাইনাল কথাটি হলো- সব সময় মনে রাখুন আপনার ফটো কেবল কিছু দেখালেই হবে না, ফটো তখুনি সাকসেসফুল যখন এটা দর্শককে একই সঙ্গে ভাবাবে।
সেটা কিভাবে করা সম্ভব? কখন একটি ফটো দর্শকদের ভাবাবে? এর উত্তর হলো- প্রথমে জেনে নিন কিসের বা কার ফটো তুলছেন। সাবজেক্টকে বোঝার চেষ্টা করুন। রূপক অর্থে কথাটি বলা হয় এভাবে- প্রথমে শিখে নিন ফুল কাকে বলে। তারপর বুঝুন আপনার সামনে যা আছে সেটি কোন ফুল এবং তার পর ফটো তুলুন।
এমনি আরো অনেক দরকারি বিষয় আছে যা মেনে চললে কেবল ফটোগ্রাফি নয় অনেক বিষয়েই সাফল্য আনে।
ডিসক্লেইমার : বোল্ড হরফে লেখা অংশগুলো আমার নিজের বাক্য নয়। পছন্দ হয়েছিল বলে অনেক বড় ফটোগ্রাফারের এমন কোটেশন আমি লিখে রেখেছি যখনই চোখে পড়েছে।
ওপরের ছবিটি তোলা হয়েছে সোনারগাঁয়ে লোকশিল্প জাদুঘর এলাকার ভেতর লেক পাড় থেকে। ফোকাল লেংথ ৫০ মিলিমিটার, অ্যাপারচার এফ ৪, শাটার স্পিড ১/১৬০ সেকেন্ড এবং আইএসও ১০০।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।