আপনাকে যদি বলা হয় মাত্র পাঁচটি রাত ওভারটাইম করলে বেতন ১০০০ গুন বাড়িয়ে দেয়া হবে তাহলে কেমন হবে? ধরা যাক আপনার বেতন বিশ হাজার টাকা। তাহলে এই পাঁচটি রাত ওভারটাইম করলে আপনি পাবেন দুই কোটি টাকা। অবিশ্বাস্য তাইনা? মুসলিম জীবনের এই গুরুত্বপূর্ণ সময় চলে যাচ্ছে এই সময়টাতে। লাইলাতুল কদর হচ্ছে এমনই একটি অবিশ্বাস্য ওভারটাইমের রাত। যদি রমজানের ২১ বা ২৩ তারিখে আল্লাহ্ এটি নির্ধারিত করে থাকেন তাহলে রাতটি হয়তো চলে গেছে।
যদি ২৫ হয় তাহলে তা আজই কিংবা যদি ২৭ বা ২৯ রমজানে হয় তাহলে তা সামনে আসছে।
লাইলাতুল কদরে কি ইবাদাত করবেন?
এই কথাটাই রাসুলুল্লাহ সাঃ কে জিজ্ঞেস করেছিলেন আয়িশা রাঃ। রাসুল সাঃ উত্তরে কি বলেছিলেন? এত রাকাত নামাজ পড়ো, প্রতি রাকাতে গুনে গুনে এতবার করে এগুলো পড়ো, এশার পরে মিলাদ পড়ো, গভীর রাতে সবাই মিলে জিকিরে বসো এমন সব বিরাট লিস্ট তিনি ধরিয়ে দেননি। তিনি দিলেন সামান্য একটি প্রেস্ক্রিপশন। তিনি বললেন, “তুমি পড়ো-‘আল্লাহুম্মা ইন্নাকা আ’ফুউ’ন, তুহিব্বুল আ’ফওয়া, ফা’ফু আন্নি (ও আল্লাহ্, নিশ্চয়ই তুমি ক্ষমাশীল, ক্ষমাকে তুমি ভালোবাসো, তাই তুমি আমাকে ক্ষমা করো’)” (বুখারী)।
কখন দোয়াটি পড়বো?
উত্তর হলো, যখন যেভাবে ইচ্ছা, কি নামাজের ভিতর কি নামাজের বাইরে। রুকুতে, সিজদাহতে, হাঁটার সময়, বসে থাকার সময় সর্বাবস্থায়। কনফিডেন্ট নিয়ে পড়বো কেননা কথাটি কোন হুজুর বা বুজুর্গের বানিয়ে দেয়া নয় যার কোন গ্যারান্টি নেই, এটা স্বয়ং রাসুলুল্লাহ সাঃ এর কথা।
আল্লাহ্ আমাদের সবাইকে এই অবিশ্বাস্য ওভারটাইমের নিয়ামাত দান করুন। আমিন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।