আমাদের কথা খুঁজে নিন

   

চকোলেট জোকস্

কেউ মুক্তচিন্তা করে সঠিক পথ খুঁজে পায়, আর কেউ হয় পথভ্রষ্ট। বাবারা, বুদ্ধিজীবীর খেতাবের লোভে মুক্তচিন্তা করলে সব হবে নষ্ট... একদিন এক ব্রিটিশ যুবক এক আলিমের কাছে গিয়ে জিজ্ঞেস করল,আচ্ছা ইসলামে নারীদের পরপুরুষের সাথে করমর্দন নিষিদ্ধ করেছে কেন? আলিম বললঃ তুমি কি রানী এলিজাবেথের সাথে করমর্দন করতে পার? ঐ ব্রিটিশ যুবক বললঃ অবশ্যই নয়, এটা তো খুব অল্পসংখ্যক মানুষের জন্য সীমাবদ্ধ। আলিম বললঃ মুসলিম নারীরা হল রানী, আর রানীরা কখনো অপিরিচিতদের সাথে করমর্দন করে না। তখন ঐ ব্রিটিশ যুবক আবার জিজ্ঞেস করলঃ আচ্ছা তাহলে আপনাদের নারীদের সারা দেহ এবং চুল ঢেকে রাখে কেন? তখন আলিম হাসল এবং তার পাশের টেবিল এ রাখা মিষ্টির প্যাকেট হতে দুটো মিষ্টি বের করল, বের করে একটিকে ভাল করে কাগজ দিয়ে মুড়িয়ে নিল এবং অপরটি খোলা রেখে দিল। তারপর দুটো মিষ্টিই দূরে মাটিতে ফেলে দিল। এখন আলিম ঐ ব্রিটিশ যুবককে বললঃ আচ্ছা আমি যদি তোমাকে একটা মিষ্টি তুলে নিতে বলি তাহলে তুমি কোনটা তুলে নিবে। ঐ ব্রিটিশ যুবক বললঃ কাগজে মোড়ানোটি। আলিম বললঃ ঠিক এভাবেই আমরা আমাদের নারীদের মূল্যায়ন করে থাকি। পড়ার দাওয়াত- ইসলামে নারীর যৌন অধিকার

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।