mojnu@ymail.com
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার প্রধান বাণিজ্য কেন্দ্র বসুরহাটসহ সকল বাজারের প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানের ক্যাশের পাশে এক বাক্স চকোলেট রয়েছে। এমনকি প্রতিটি ক্রেতার পকেটেও এক বা একাধিক চকোলেট পাওয়া যাবে। এতে ভাববার উপায় নেই হঠাৎ করে সবাই চকোলেট প্রেমী হয়ে ওঠছে। আসলে মাহে রমজান ও ঈদ পূর্ববতী এক টাকার কয়েন সঙ্কটে সবাই চকোলেট আদান প্রদান করছেন। ব্যবসায়ীরা জানান, এক টাকার কয়েনের চরম সঙ্কট চলছে। বাধ্য হয়ে এক টাকার পরিবর্তে একটি করে চকোলেট দিতে সবাই বাধ্য হচ্ছে। দোকানীরাও আবার এক টাকার বাজার নিলে চকলেট জমা রাখছেন। কয়েনের সঙ্কটের কথা উল্লেখ করে ডাচ্ বাংলা ব্যাংকের বসুরহাট শাখা ব্যবস্থাপক কামরুজ্জামান বলেন, ঈদকে সামনে রেখে জনগণ সঞ্চয়ের কাজে এক টাকার কয়েনকে ব্যবহার করায় এ সঙ্কট সৃষ্টি হয়েছে। তিনি বলেন, ঈদের সময় সরকার নতুন টাকার পাশাপাশি এক টাকার কয়েনও বাজারে ছাড়লে ব্যবসায়ীদের উপকার হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।