পুলিশের তেজগাঁও জোনের উপ কমিশনার ইমাম হোসেন সাংবাদিকদের জানান, “রান্নাঘরের গ্রিল কাটা থাকায় ১ ফুট ৮ ইঞ্চির মতো ফাঁকা জায়গা তৈরি হয়েছে। ওই জায়গা দিয়ে বড়জোর একটা বাচ্চা ভেতরে ঢুকতে পারবে। নিরাপত্তা রক্ষী পলাশ আমাদের বলেছে, সাগর কাল রাত ২টায় বাসায় ফেরেন। এরপর অপরিচিত আর কাউকে সে বাসায় ঢুকতে দেখেনি। বিষয়গুলো খতিয়ে দেখতে আমাদের গোয়েন্দা দল মাঠে নেমেছে” [সূত্রঃ bdnews24]
রাজধানীর পশ্চিম রাজাবাজারে ৫৮/এ/২ নম্বর হোল্ডিংয়ে বহুতল ভবনটির পঞ্চম তলার একটি ফ্ল্যাটে থাকতেন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার এবং তার স্ত্রী এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনি।
নিজেদের ঐ ভাড়া বাসায় গতকাল রাতে নৃশংসভাবে খুন হয়েছেন তারা।
... শেরেবাংলা নগর থানার ওসি জাকির হোসেন মোল্লা জানান, “শুক্রবার রাতে কোনো এক সময় তাদের খুন করা হয়। এ ঘটনায় ওই বাসার এক নিরাপত্তা প্রহরীকে আটক করেছে পুলিশ ”
রুনির ভাই নওশের রোমান জানান, “শনিবার সকাল ৭টার দিকে তার ভাগ্নে মেঘ (৫) ঘুম থেকে উঠে বাবা-মায়ের শোবার ঘরে গিয়ে তাদের লাশ দেখতে পায়। এরপর সে টেলিফোনে বিষয়টি নানীকে (রুনির মা) জানায়”
রোমান জানান, “সাগরের হাত-পা বাঁধা ছিল। তার ও রুনির শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং ওই বাসার রান্নাঘরের জানালার একটি গ্রিল কাটা দেখা গেছে”
এ দম্পতি খুন হওয়ার খবরে সকালে ওই বাসায় আশেপাশের মানুষ এবং গণমাধ্যম কর্মীদের ভিড় জমে যায়।
ওসি জাকির হোসেন মোল্লা বলেন, “আমরা ওই বাড়ির নিরাপত্তা প্রহরী পলাশ রুদ্র পালকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। এখনও বিষয়গুলো স্পষ্ট নয়। আমরা তদন্ত করে দেখছি। ”
আমরা এ নৃশংস হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এবং এ ঘটনার তড়িৎ সুষ্ঠ বিচার দাবি করছি
collected ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।