আমাদের কথা খুঁজে নিন

   

আমি ইভটিজার বলছি.....

আজকের তারিখের প্রথমে আমি আমার সম্পর্কে এক চরম সত্য কথা বলবো । আমি পূর্বে একজন ইভটিজার ছিলাম ,আমার মতে আমি এখন আর ইভটিজারদের দলে নেই । আমার দৃষ্টিভঙ্গি পরিবর্তনের পেছনে আমার সৎইচ্ছা এবং আমার কিছু বাস্তবধর্মী চিন্তা কাজ করত । আমি যখন কোন মেয়েকে টিজ করতাম , তখন তার মধ্যে আমি আমার পরিবারের আপনজনদের খুঁজে পেতাম । আর এভাবেই আমি ইভটিজারদের দল থেকে আস্তে আস্তে বের হয়ে আসি ।

আমি মনে করি , সবাই যদি সুষ্ঠ মস্তিষ্কে এই ব্যাপারে একটু চিন্তা করে , তাহলে সমাজে ইভটিজারদের সংখ্যা কমে যাবে । আমরা জানি ইভটিজিং কোন ভাল কাজ নয় , আমরা বন্ধুদের সামনে নিজেকে উপস্থাপন করার জন্য এই সমাজঘৃণীত কাজটি করে থাকি । সমাজে এমন কিছু ভাল কাজ আছে যা করলে আমরা বন্ধু মহল ছাড়িয়ে আরো অনেক দূর পর্যন্ত প্রসংশিত হব । যারা আমার এই ব্লগটি পরবেন , তাদের ঘরে অবশ্যই ভাই বা ছেলে রয়েছে । দয়া করে তাদের সাথে আমার এই কথাগুলো নিয়ে সামান্য কিছু সময় ব্যয় করবেন ।

কারণ আপনি যদি আপনার জায়গায় থেকে পরিবর্তন হন , আর আমিও যদি তাই করি ,তাহলে আস্তে আস্তে গোটা দেশ পরিবর্তন হবে । "ব্লগটির মধ্যে যদি ভুল-ত্রুটি হয়ে থাকে , তাহলে ক্ষমা করবেন " ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.