আমাদের কথা খুঁজে নিন

   

ইভটিজার চিনবেন কেমনে?



আপনার এলাকার বখাটে, পিতা-মাতার অবাধ্য, নেশাখোর, নিয়মিত পর্ণ দেখায় অভ্যস্ত, পড়াশুনার গন্ডি শেষ করতে না পারা, টেন্ডার-চাদাবাজিতে সিদ্ধহস্ত, সেঞ্চুরীর রেকর্ড ধারী বিশেষ একটা ছাত্র সংগঠনের সমর্থক (কখনো কখনো সক্রিয় কর্মী বা নেতা), লুইচ্চা প্রকৃতির রোমিওটিই কিন্তু স্কুল-কলেজ গামী মেয়েদের উত্যক্ত করছে। এদের মধ্যে যাদের বাবার পয়সা প্রতিপত্তি আছে, কিংবা যারা স্হানীয় আওয়ামিলীগ নেতাদের সাথে সখ্য গড়ে তুলেছে তারা আরো আগ বাড়িয়ে কখনো কখনো মেয়েটিকে শারিরিক ভাবে নাজেহাল করছে, ওড়না ধরে টানাটানি করছে, জোড় করে জনসম্মুখে চুমো খাচ্ছে, কিংবা মেয়েটির বাবা-মা-আত্নীয় স্বজনকে মোটর সাইকেলের নিচে পিস্ট করে মারছে। হৃদয়-বিদারক ঘটনা ঘটে যাবার পরে অভিযুক্ত ইভটিজারের রাজনৈতিক গুরু, নেতা, ক্ষমতা প্রাপ্ত ব্যাক্তি সকলেই সম্মিলিত জনতার প্রতিবাদের মুখে 'কঠোর' বিচারের আশ্বাস দিয়ে পরিস্হিতির 'পূর্ণ নিয়ন্ত্রন' গ্রহন করেন। কই তার পরেওতো ইভটিজিং কমছে না কমছে না তো হাহাকার আর সারি সারি লাশের গণনা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.