আমাদের কথা খুঁজে নিন

   

ইভটিজার হিসেবে আমার এক খালার আমলনামা (১৮+)

চুশীল/প্রগুদিশীল/প্রচুদিশীল ব্লগার দ্বারা সাম্প্রদায়িক ঘোষণা করা হয়েছে।

আমাদের বস্তিতে একজন মোটামুটি শিক্ষিত এবং ভদ্রমহিলা (!!!) বাস করেন। তার কথা-বার্তায় লাগাম নেই। বস্তির একমাত্র ঝগড়াটে এবং কুরুচিপূর্ণ মহিলা হিসেবে তার বিশেষ খ্যাতি আছে। আমাদের সুপ্রিম কোর্টও একবার তাকে সতর্ক করেছিল কথা-বার্তা বুঝে-সুঝে বলার জন্য।

তিনি নির্বাচনের সময় হিজাব/নেকাব পড়েন, কান্নাকাটি করেন, হযরত শাহজালাল (রহঃ) এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা/কার্যকলাপ শুরু করেন। চলুন তার আমলনামা দেখা যাকঃ তিনি বলেছেনঃ ১। বেগম খালেদা জিয়া গভীর রাতে গুলশানের অফিসে বসে করেন কি? তার রাতে অফিস করার উদ্দেশ্য কি? তিনি বলেন, একটি পত্রিকায় দেখলাম বেগম খালেদা জিয়া তার গাড়িতে করে গুলশানের অফিস থেকে সাকা চৌধুরীকে ক্যান্টনমেন্টের বাসায় নিয়ে গেছেন। কী কারণে তিনি সাকা চৌধুরীকে বাসায় নিয়ে গিয়েছিলেন? ২। ২০০১ সনে জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছিলেন-"ঝামেলা জিয়া"।

উনিই বলেছিলেন-"ভদ্র ঘরের মেয়েরা কি হোটেলে রাত কাটায়"? ৩। আগের বার ক্ষমতায় থাকার সময়, পুলিশ/আওয়ামি কর্মিদের হাতে মনি বেগমের বস্ত্র হরনের পর সংসদে হাসিনা বলেছিল, রাস্তা ঘাটে ** খুলে চললে বস্রহরণ তো হবেই। ৪। বিচারপতি লতিফুর রহমানকে উনি রাস্ট্রপতি বানাতে চান , না অন্য কোন পতি বানাতে চান ,সেটা পরিস্কার নয়। ৫।

দেবর আর ভাবীকে (এরশাদ-খালেদা জিয়া) একসাথে শেরাটন হোটেলের রুম থেকে বের হতে দেখা গেছে। বিঃদ্রঃ আমার এই লেখাটা নিছক ফান করার জন্য। সামু ব্লগের বিভিন্ন পোস্ট থেকে কপি করা হয়েছে। এই কথাগুলো বাস্তব জীবনে কারো সাথে মিলে গেলে তা অনভিপ্রেত কালতালমাত্র, এজন্য লেখক দায়ী নয়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.