আমি শিক্ষকতা ও সাংবাদিকতা পেশায় নিয়োজিত
দর্শনে ধর্ষন হয় না ধর্ষনে দর্শন হয় এবাক্যটি যৌন বিজ্ঞানীদের কাছে গবেষনায় থাকলেও বস্তুতঃ সত্যি বাক্য এই যে পারিবারিক আদর্শ পাঠ ইভটিজারদের মস্তিস্ক ধোলাই করা যাবে। মস্তিস্ক ধোলাই হলে ইভটিজাদেও বোধগম্য হবে কন্যা জায়া জননীর গুরুত্ব ও সংযত আচরনের। ফিরে যেতে হবে প্রত্যেক ধর্মেও অনুশাসন পালনের ছবক দেয়া। রাজনৈতিক সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে টিনেজারদের। তাহলে ইভটিজিং সমূলে উৎপাটিত হবে। বেহেয়াপনা ও রাজনৈতিক শক্তি যোগানোর মধ্য দিয়ে বেপোরোয়া চালচলন উৎকর্ষিত করে। এখানে ধমান্ধতার কোন বীজ বুনতে চেষ্টা করলে ইভটিজিং প্রতিযোগিতা থামবেনা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।