ঠিক করছি "নাস্তিকপ্রেমী" সরকারের দালালদের 'তুমি' বলে সম্বোধন করব। তাদের 'আপনি' বললে 'আপনি' শব্দের অপমান হয়। এনি প্রবলেম...
প্রথমে মিস্টি মুখ করেন ।
কি উপলক্ষে ??
ব্লগার আসিফ মহিউদ্দীন গ্রেফতার।
আসিফ মহিউদ্দিনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
তার সঙ্গে আরো দুই ব্লগারকে আটক করে জিজ্ঞাসাবাদ করার পর ছেড়ে দেওয়া হয়েছে।
ঐ দুইজন কারা ছিল ???
চলেন একটু অতীত নিয়ে ঘাটাঘাটি করিঃ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম আয়োজিত এক বৈঠকে ব্লগাররা
প্রাণবন্ত এ আয়োজনে উপস্থিত ছিলেন, সামহোয়্যার ইন ব্লগের হেড অব অ্যালিয়েন্সেস সৈয়দা গুলশান ফেরদোস জানা, ব্লগার ও সাংবাদিক মাহবুব মোর্শেদ, ব্লগার আসিফ মহিউদ্দিন, বাকি বিল্লাহ, বাবু আহমেদসহ আরো অনেকে।
জানা বলেছেনঃ
আরিফ জোবেতিক এখন পলাতক !!!
কিন্তু কেন ??? তার বিরুদ্ধেতো কোন ইসলাম বিদ্বেষী লেখার প্রমান পাওয়া যায়নি । ............ তবে কি তিনিও মাল্টিনিক আথবা ফেক একাউন্ট দিয়ে .........
....................চোরের মন পুলিশ পুলিশ পুলিশ .............
কৌশিক এখন নামাজ নিয়া পোস্ট দেয়
কি দিন আইলোরে !!
এদিকে, ব্লগার সবাক পাখি ওরফে সুমন সওদাগর এরই মধ্যে দেশ ছেড়ে পালিয়েছে বলে জানা গেছে। গতকাল বিকাল ৩টার দিকে তিনি তার ফেসবুকে লিখেছেন, ‘ভালো থেকো বাংলাদেশ।
আবার আসিবো ফিরে এই বাংলাদেশে হয়তো আওয়ামী লীগ নয়তো হেফাজতি হয়ে। ’
কিন্তু সে যায় নাই।
হেফাজতে ইসলামের লংমার্চ প্রতিহত এবং জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে সারাদেশে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে সেক্টর কমান্ডার্স ফোরাম, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ ২৫টি সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
আমার জীবনে দেখা প্রথম শুক্রবারের হরতাল
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।