আমি একজন সাংবাদিক
বাংলাদেশের সর্ববৃহত বহুতল ভবন নির্মিত হবে নারায়ণগঞ্জ শহরে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ভবন (নগর ভবন) ৪০ তলা উঁচু নির্মাণের পরিকল্পনা চলছে। এই নগর ভবনে থাকবে আন্তর্জাতিক মানের পাঁচ তারকা হোটেল (শেরাটন বা ম্যারিয়ট), অত্যাধুনিক শপিংমল, সিনেমা হল, থিমপার্ক, শিশু পার্ক, এম্যুউজম্যান্ট পার্ক, ফুডকোর্ট, অফিস ফ্লোর, আবাসিক ফ্ল্যাট, ২ হাজার লোকের আসন বিশিষ্ট কনভেনশন সেন্টার ইত্যাদি। এই ভবনে সার্বক্ষণিক ৩ শ’ গাড়ি পার্কিং সুবিধা থাকবে। উন্নত বিশ্বের নগর জীবনের সকল সুয্গো-সুবিধা থাকবে এই ভবনে।
এই অত্যাধুনিক বহুতল নগর ভবনটি নির্মাণ করে দিতে আগ্রহ প্রকাশ করেছে দেশের বৃহৎ এবং অন্যতম রিয়েল স্টেট প্রতিষ্ঠান সাগুফতা হাউজিং। এই হাউজিংয়ের এমডি খালেদা মাহমুদ জুয়েল মোল্লা ইতিমধ্যে তার আগ্রহের কথা জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভীকে। মেয়র আইভীও এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। তিনিও চাচ্ছেন নারায়ণগঞ্জ নগর ভবন হবে সু-উচ্চ, সুবিশাল এবং সুপরিসরের। পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় এমন একটি বৃহৎ ভবন নির্মাণ সম্ভব বলে মন্তব্য করেছেন মেয়র আইভী।
এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, নারায়ণগঞ্জের উন্নয়নে বহুতল নগর ভবন নির্মাণই শুধু নয়, আরো উন্নয়নমূলক কাজ আমি করতে চাই। নারায়ণগঞ্জ শহরকে একটি আধুনিক নগরী হিসাবে গড়ে তুলতে আমি আপ্রাণ চেষ্টা করে যাবো। শহরের অবকাঠামোগত উন্নয়নে আমি নিরলস পরিশ্রম করে যাচ্ছি। তিনি আরো বলেন, দুর্নীতিমুক্তভাবে সততার সঙ্গে এ ধরনের ভবন নির্মাণ হতে হবে। নারায়ণগঞ্জে সরকারি এবং বেসরকারী উদ্যোগে হাসপাতাল, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ জনস্বার্থমূলক যে কোন প্রকল্প বাস্তবায়নে আমার জোরালো সমর্থন থাকবে।
জুয়েল মোল্লা জানিয়েছেন, নারায়ণগঞ্জে দেশের সর্ববৃহৎ নগর ভবন নির্মাণের লক্ষ্যে তিনি ইতিমধ্যে কানাডায় একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রকৌশলী প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করেছেন। ঐ প্রতিষ্ঠানের প্রকৌশলী প্রতিনিধিকে নিয়ে তিনি অচিরেই নারায়ণগঞ্জে যাবেন সরেজমিন পরিদর্শনে। তিনি এক প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশে বহুতল ভবনের আইকন হবে নারায়ণগঞ্জের নগর ভবন। এই নগর ভবন নির্মাণ করতে সাগুফতা হাউজিং মুনফার প্রতি দৃষ্টি রাখবেন না বলেও তিনি জানান। তিনি বলেন, নগর ভবন নির্মাণে কোন চাঁদাবাজি-মাস্তানী না হলে কম মুনাফা করেও একটি ঈর্শনীয় কাজ সম্পন্ন করা সম্ভব।
আমার বিশ্বাস, মেয়র আইভীর নেতৃত্বে সন্ত্রাসমুক্ত পরিবেশে নগর ভবন নির্মাণ কাজ সম্পন্ন করতে পারবো।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু রোডের ওপর মন্ডলপাড়া ব্রিজের কাছে প্রায় ১০ একর জমি প্রস্তাবিত নগর ভবনের স্থান হিসাবে প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে। ৪০ তলা উঁচু এই নগর ভবন নির্মাণ করতে প্রশাসনিক যে কোন জটিলতা নিরসন করবেন মেয়র আইভী।
বাংলাদেশের সর্ববৃহৎ বহুতল নগর ভবন নির্মাণের প্রস্তাবক হচ্ছেন নিউইয়র্ক প্রবাসী নারায়ণগঞ্জের অধিবাসী কামাল উদ্দিন মৃধা। তিনি গত ২৮ জানুয়ারি নিউইয়র্ক সফরকালে সাগুফতা হাউজিং এর এমডি জুয়েল মোল্লার কাছে এই প্রস্তাব উত্থাপন করলে মিঃ মোল্লা প্রস্তাবটি লুফে নেন।
এদিনই এই প্রস্তাবটি তিনি টেলিফোনে জানান মেয়র আইভীকে। তিনিও এই প্রস্তাবে আনন্দের সঙ্গে সাড়া দেন। ২৯ জানুয়ারি কামাল মৃধার মধ্যস্থতায় জুয়েল মোল্লা এবং মেয়র আইভী টেলিফোনে এই প্রকল্প নিয়ে আলোচনা করেন। এ থেকে শুরু হয় সর্ববৃহৎ নগর ভবন নির্মাণের স্বপ্নযাত্রা। এ প্রসঙ্গে কামাল উদ্দিন মৃধার দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, আমরা মেয়র আইভীকে নিউইয়র্কে অভ্যর্থনা জানাতে অনুষ্ঠানের আয়োজন করছি।
এই অনুষ্ঠানে আমরা বহুতল নগর ভবনের চুক্তি সম্পাদন করার উদ্যোগ নিয়েছি। তিনি বলেন, এই বহুতল নগর ভবন নির্মাণের মধ্য দিয়ে অবহেলিত নারায়ণগঞ্জের সত্যিকারের উন্নয়ন কাজের সূচণা হবে। তিনি আরো বলেন, এই কাজটি সুন্দরভাবে সফল করার জন্য সমন্বয়কারীর দায়িত্ব পালন করবেন সাংবাদিক দর্পণ কবীর।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।