আমি মানুষ, এটাই আমার পরিচয়। যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে নির্বাচনী আপোষের রাজনীতিকে প্রত্যাখ্যান করুন
আমরা বলতে চাই,আমরা ৫ ফেব্রুয়ারি থেকেই শাহবাগ ও শাহবাগের চেতনার সাথে ছিলাম,আছি, থাকব। কারো পায়ে ধরে, কারো ভৃত্য হতে পারবনা। আমরা নির্বাচনী প্রচারণার আওয়ামী মহরা তে পারবো না। জনগণের আন্দোলনের মুখেই সকল যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তি, ফাঁসি ও জামাআত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ হবেই।
গণঅবস্থাণ
৫ জুলাই শুক্রবার বিকাল ৩ টা শাহবাগ প্রজন্ম চত্বর
আমাদের দাবীগুলোঃ
--কাদের মোল্লার আপিল শুনানি নিয়ে টালবাহানা বন্ধ করো এবং সরবোচ্চ শাস্তি নিশ্চিত করো
--অতিসত্বর গোলাম আযমের রায় ঘোষণা করো
--জামায়াত শিবির এর রাজনীতি বন্ধ করো
--৬ই মে গণজাগরণ মঞ্চ ভাঙ্গার জবাবদিহিতা সরকার কে করতে হবে
--গণজাগরণ মঞ্চের ৬ দফা দাবী বাস্তবায়ন করো
আগামী ৫ জুলাই শুক্রবার বিকাল ৩ টায় উপর্যুক্ত দাবীর সহমতে শাহবাগে গণঅবস্থান করুন।
জয় বাংলা।
এই ছিলো সেই হ্যান্ডবিলের ভাষা যা বিলি করতে গিয়ে ১৫ বছর বয়সী শিমুল গণজাগরণ মঞ্চের নেতাদের হাতে এবং তারপর উদয় ছাত্রলীগের কাছে মাইর খায়! তখন বাজে রাত ১০ টা।
এই হ্যান্ডবিল প্রচার করা যাবে না এবং সমস্ত হ্যান্ডবিল তাদের কে দিয়ে দিতে বলা হয় এবং আমি তা সরাসরি প্রত্যাখ্যান করায় আমাকে তারা পুলিশে দেয়ার হুমকি দেয়, আমার নামে কেইস করার হুমকি দেয়। রওশন আরা নীপা কর্তৃক আমাকে প্রশ্ন করা হয় , কেন গণজাগরণ মঞ্চকে আমরা না জানিয়ে এসব কর্মসূচী দিয়েছি এবং গত সন্ধ্যার মিছিলে আমি গিয়েছি কিনা।
আমাদের কে 'বাস্টার্ড' এবং 'খানকির পোলা' বলে গালি দেয়া হয়!!! আরো বলা হয় ,আমরা নাকি গণজাগরণের কেউ না... শহীদ রুমী স্কোয়াডের মতো আমরা ও বিচ্ছিন্নতাবাদী। ওরা অনেক সহ্য করেছে , আর সহ্য করবে না - এবার ওরা আমাদের ব্যাবস্থা করবে। আরো বলেছে যে মহিলা মানুষ এর সাথে কিসের কথা??? আরেকদল বলেছে , কিসের মহিলা মানুষ, এই মহিলার ই ব্যাবস্থা করতে হবে...!!!
পলাশ এবং নভেন্দু জয় এবং এমন আরো ২০ জন জানায়, এই হ্যান্ডবিলের মাধ্যমে নাকি তাদের রাজনৈতিক চেতনায় আঘাত লেগেছে এবং গণজাগরণ মঞ্চকে বিভক্ত করে বদনাম করা হয়েছে যার কৈফিয়ত এবং জবাবদিহিতা আমাকে করতে হবে এবং আমাদের কে ঐ জবাব না দেয়া পর্যন্ত ঐখানে আটকে রাখা হবে...!!! ২৫ থেকে ৩০ জন উত্তপ্ত পুরুষের (তাদের ভেতর কেউ কেউ মদ্যপ ও ছিলো যাদের মুখ দিয়ে হু হু করে সুরার গন্ধ আসছিলো) মাঝখানে আমি ঐখানেই ঠায় দাড়িয়েছিলাম ওদের মাইর খাওয়ার জন্য ... একটু ও ভয় পাই নাই।
তারপর ইমরান আমাদেরকে কাল শিবির এর হরতাল বিরোধী মিছিলে দাওয়াত দিলো এবং মিছিল শেষে ডাকসু তে বেলা ১২ টায় মিটিং এর জন্য ডাকলো...
আমি সারা রাত বসে ভাবছিলাম ওদের Power Politics এর কথা ....!!! বাংলাদেশের রাজনৈতিক চর্চা দেখে দেখে আমি হতবাক হতে হতে এখন অনেক কিছু বুঝে নিয়েছি...
ইভেন্ট পূর্বনির্ধারিত সময় ও পরিকল্পনা অনুযায়ী চলবে ৫ জুলাই। সেখানে কোন হেরফের নাই।
আমাদের কে বাঁধা দেয়া হবে কিনা জানি না তবে আমার অনুরোধ থাকবে আমার মিত্র দের প্রতি যে আপনারা ৫ জুলাই আমাদের গণঅবস্থাণে আসেন এবং প্রমাণ দেন যে আমরা কারো দালাল না...
অনেকে বলেছেন, আমাদের এই সত্য কথন বি এন পি এবং হেফাজাত এবং জামাত - শিবির কে শক্তিশালী করবে , তাই যেন আমরা এসব বলা থেকে বিরত থাকি কিন্তু আমি বলতে চাই , সত্য গোপন করলেই কি সব সমস্যা মিটে যাবে??? বন্ধুরুপী শত্রুর অভাব নাই আমাদের - এইসব ঘটনার ভেতর দিয়ে আরো কিছু খোলস উন্মোচিত হবে...
যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে কোন কর্মসূচী কিংবা উদ্যোগ নিতে হলে কি আমাদের গণজাগরণ মঞ্চের অনুমতি নিতে হবে???
শাহবাগে কোন কর্মসূচী করতে হলে কি ছাত্রলীগের অনুমতি নিতে হবে???
আমাদের পরিচয় কি??? আমাদের অস্তিত্ব কি???
গণজাগরণ মঞ্চ কারা তৈরী করেছে???
এক ঘন্টার এক অমানবিক পরিবেশের কথা খুব এবং খুব সংক্ষেপে বর্ণনা করলাম এখানে। উত্তর সব আপনাদের কাছে ।
জয় বাংলা ... মানবতার জয় হোক ... সচেতনতা মুক্তি পাক ... ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।