দ্য বেঙ্গলি টাইমস ডটকম ডেস্ক
অভিবাসন নীতিতে আবার কঠোর শর্ত আরোপ করেছে ব্রিটেন। নির্দিষ্ট পরিমাণ অর্থ আয় করতে না পারলে অভিবাসন (গ্রিন কার্ড) প্রত্যাশীদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। গত বৃহস্পতিবার ব্রিটিশ কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়। এর ফলে অ-ইউরোপীয় দেশের নাগরিকরা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
ব্রিটিশ অভিবাসনবিষয়ক মন্ত্রী ড্যামিয়েন গ্রিন গত বৃহস্পতিবার দেওয়া এক ঘোষণায় এ-বিষয়ক দুটি শর্তের কথা উল্লেখ করেন।
ব্রিটিশ অভিবাসনমন্ত্রী গ্রিনের উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যম পিটিআই জানিয়েছে, প্রথমত, অ-ইউরোপীয় দেশগুলো থেকে যারা ব্রিটেনে যাবেন তাঁদের পাঁচ বছর সেখানে পড়াশোনা ও চাকরি করার সুযোগ দেওয়া হবে। পাঁচ বছর পর যাঁদের বার্ষিক আয় ৩১ হাজার পাউন্ডের কম হবে তাঁদের দেশে ফিরে যেতে হবে। এ পরিমাণ থেকে যাঁরা বেশি আয় করবেন শুধু তাঁরাই ব্রিটেনে স্থায়ীভাবে বসবাস করতে পারবেন। দ্বিতীয়ত, ব্রিটিশ নাগরিক ও স্থায়ীভাবে বসবাসকারীদের মধ্যে যাঁরা বিদেশি স্বামী বা স্ত্রীকে সেখানে নিয়ে যেতে চান তাঁদের অন্তত ২৫ হাজার পাউন্ড বার্ষিক আয় দেখাতে হবে। সূত্র পিটিআই।
তথ্যসূত্র-
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।