আমাদের কথা খুঁজে নিন

   

কানাডা অভিবাসন নীতিমালায় গুরুত্বপূর্ণ পরিবর্তন



কানাডা অভিবাসন নীতিমালায় গুরুত্বপূর্ণ পরিবর্তন নতুনদেশ ডটকম বিশ্বের বিভিন্নদেশ থেকে অভিবাসী সংগ্রহের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে কানাডা সরকার। আগামী ২০১১ সালে অভিবাসী সংগ্রহের ক্ষেত্রে ইকোনোমিক ক্যাটাগরির অভিবাসীর সংখ্যা কমিয়ে দিয়ে ফ্যামিলি ক্যাটাগরিতে অধিকসংখ্যক অভিবাসী সংগ্রহ করা হবে। ফ্যামিলি ক্যাটাগরিতে কানাডায় বসবাসরতদের স্ত্রী বা স্বামী এবং ছেলেমেয়েদের অগ্রাধিকার দেওয়া হবে । আগামী বছর ন্যূনতম ৩ হাজার ব্যক্তিকে রাজনৈতিক আশ্রয় দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে কানাডা। অভিবাসী সংগ্রহের নতুন লক্ষ্যমাত্রা, কলাকৌশল ইতিমধ্যে জাতীয় সংসদে পেশ করা হয়েছে।

কানাডার ইমিগ্রেশন মন্ত্রী জেসন কেনি সাংবাদিকদের সঙ্গে আলোচনায় সরকারি সিদ্ধান্তের বিস্তারিত তুলে ধরেছেন। সরকারের এই সিদ্ধান্তের ফলে ২০১১ সালে অভিবাসী সংগ্রহের লক্ষ্যমাত্রা ২ লাখ ৪০ হাজার থেকে ২ লাখ ৬৫ হাজারে অপরিবর্তিত থাকবে। তবে ইকোনোমিক ক্যাটাগরির অভিবাসীর সংখ্যা ৫ থেকে ৬ হাজার কমে যাবে। অপরদিকে ফ্যামিলি ক্যাটাগরিতে অভিবাসীর সংখ্যা দেড় থেকে আড়াই হাজার পর্যন্ত বাড়বে। কানাডার ইমিগ্রেশন মন্ত্রী জেসন কেনি বলেছেন, বিশ্বঅর্থনীতির মন্দাউত্তর পরিস্থিতিতে কানাডার অর্থনীতি এবং শ্রমবাজারকে স্থিতিশীল রাখতে বৈধ অভিবাসী কানাডার জন্য প্রয়োজন।

কিন্তু একই সঙ্গে পরিবারের সদস্যদের একত্রিত হবার সুযোগ দেওয়া এবং রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের জায়গা দেওয়ার অঙ্গীকারও আমাদের পূরণ করতে হবে। পরিসংখ্যান থেকে জানা যায়, ২০০৯ সালে ২ লাখ ৫২ হাজার অভিবাসী স্থায়ী বাসিন্দা হিসেবে কানাডায় এসেছে। অপরদিকে অস্থায়ী বিদেশি শ্রমিক হিসেবে ওয়ার্ক পারমিট নিয়ে এসেছে ১ লাখ ৭৮ হাজার। আর ছাত্র এসেছে ৮৫ হাজার ১৪০ জন। অস্থায়ী বিদেশি শ্রমিকের সংখ্যা আগের বছরের চেয়ে ৭ শতাংশ কমেছে, অপরদিকে আন্তর্জাতিক শিক্ষার্থীর হার ৭ শতাংশ বেড়েছে।

এর আগের বছরগুলোতে বিদেশি অস্থায়ী শ্রমিকের পরিমান ছিলো উর্ধ্বমুখী। অভিবাসন প্রক্রিয়ার গতিকে ধীর করে দিয়ে অস্থায়ী শ্রমিক এনে কানাডা শ্রমবাজারে শ্রমিক ঘাটতি পূরণ করার চেষ্টা করছে বলে এ নিয়ে বিভিন্নমহলে গুঞ্জনও ছিলো। পর্যালোচনায় দেখা যায়, অভিবাসন নীতির এই পরিবর্তনের পরও ইকোনোমিক ক্যাটাগরিতেও সর্বোচ্চ সংখ্যক ৬০ শতাংশ অভিবাসীর কানাডা আসার সুযোগ থাকছে। সরকারের নতুন এই নীতিমালা ঘোষিত হবার পরপরই রাজনৈতিক দলগুলো তাদের প্রতিক্রিয়া প্রকাশ করেছে। ‘অভিবাসীদের পছন্দের’ দল হিসেবে পরিচিত লিবারেল পার্টির ইমিগ্রেশন ক্রিটিক জাস্টিন ট্রুডো দলের প্রতিক্রিয়া প্রকাশ করতে গিয়ে বলেছেন, নতুন আসা অভিবাসীদের জন্যে পর্যাপ্ত কাজের সুযোগ তৈরি না করা পর্যন্ত কানাডার অভিবাসী গ্রহনের পরিমান উল্লেখযোগ্যহারে বাড়ানো উচিৎ নয়।

অপরদিকে এনডিপির ইমিগ্রেশন ক্রিটিক অলিভিয়া চৌ তার দলের প্রতিক্রিয়া প্রকাশ করে বলেছেন, ফ্যামিলি ক্যাটাগরিতে অভিবাসী বাড়ানোর যে সিদ্ধান্ত সরকার নিয়েছেন তা উৎসাহ ব্যঞ্জক। কিন্তু এখনো সরকার অধিকহারে অস্থায়ী বিদেশি শ্রমিক সংগ্রহের পরিকল্পনা করছেন যা উদ্বেগের। http://www.notundesh.com/shirshokhobor.html

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।