সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ বলেছেন, ‘অভিবাসন আইন সংস্কার এ সময়ে আমাদের সবচেয়ে বড় নাগরিক অধিকার। রোববার এবিসি টেলিভিশনের ‘দিস উইক’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
২৯ বছর বয়সী এই বিলিয়নিয়ার বলেন, ‘আমি জানি, বেশির ভাগ মার্কিন নাগরিকই এটা চান। এ দেশে এক কোটির বেশি মানুষ অবৈধভাবে বসবাস করছে। তারা এ দেশে এসেছে, কারণ তারা শুধু কাজ করতে চায়।
তারা তাদের পরিবারকে সাহায্য করতে চায়। কিন্তু বৈধ না হওয়ায় তাদের নানা সমস্যার মুখে পড়তে হয়। কাজেই আমি চাই অভিবাসন আইনের সংস্কার হোক। ’
জাকারবার্গ সাক্ষাৎকারে বলেন, ‘অনেক শিশুকে তাদের মা-বাবা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে নিয়ে এসেছেন। এসব শিশু জানে না এর বাইরে আর কোনো দেশ আছে কি না।
কিন্তু আমাদের শিশুরা যেসব সুযোগ-সুবিধা ভোগ করে, তা ওই শিশুরা পায় না। এসব দেখলে আমার হূদয় ভেঙে যায়। কিন্তু আমি আশাবাদী যে একদিন না একদিন এ অবস্থার পরিবর্তন ঘটবে। ’
সাক্ষাৎকারে জাকারবার্গ মার্কিন সরকারের স্বাস্থ্যসেবাসংক্রান্ত ওয়েবসাইট হেলথকেয়ার ডট গভ ও জাতীয় নিরাপত্তা সংস্থার নজরদারির বিষয়ে কথা বলেন। নজরদারির বিষয়ে তাঁর বক্তব্য, ‘আমার মনে হয় না মার্কিন সরকার কাজটি খুব ভালোভাবে করছে।
এ বিষয়ে আরও স্বচ্ছতা প্রয়োজন। ’
মার্ক জাকারবার্গ সম্প্রতি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীদের নিয়ে এফডব্লিউডি ডট ইউএস নামে একটি সংগঠন গড়ে তোলেন। বাইরের দেশ থেকে আসা দক্ষ কর্মীরা যাতে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পান, সে চেষ্টা চালিয়ে যাচ্ছে সংগঠনটি।
—দি ভার্জ অবলম্বনে রোকেয়া রহমান
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।