আমাদের কথা খুঁজে নিন

   

যুক্তরাষ্ট্রে অভিবাসন সমস্যায় এনটিভি ক্লোজ আপ শিল্পীরা...

যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চল রে....

এনটিভি ক্লোজ আপ ওয়ানের বাছাই করা শিল্পীদের সমন্বয়ে সেরা দশজনের একটি প্রতিনিধিদলকে কানাডায় ঢুকতে দেয়নি দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। ভিসার মেয়াদের অতিরিক্ত সময় অননুমোদিতভাবে অবস্থানের দায়ে তাদের যুক্তরাষ্ট্রে ফেরত পাঠায় কানাডা । এ শিল্পীরা হলেন সালমা,নিশিথা, রনতি, পুলক, মুহিন, বাধন, পুতুল, পলাশ,কিশোর ও সাব্বির। এই তরুণ বাংলাদেশী শিল্পীদের বর্তমান অবস্থা নিয়ে পরস্পরবিরোধী খবর পাওয়া গেছে। কয়েকটি সূত্র বলেছে , মার্কিন অভিবাসন কর্তৃপক্ষের কাছে দুদিন আটক থাকার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

আবার অন্য সুত্রে বলা হয়, তাদের কেউ আটক করেনি বরং কানাডা প্রবেশ করতে না পারার পর সীমান্ত থেকে মার্কিন কর্তৃপক্ষ তাদেরকে নিউইয়র্কের বাসে উঠিয়ে দিয়েছে। টরন্টো থেকে জানাচ্ছেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর উত্তর আমেরিকা প্রতিনিধি শওগাত আলী সাগর টরন্টোর ক্লোজ আপ ওয়ান অনুষ্ঠানের উদ্যোক্তাদের অন্যতম মিজান এবং বাপ্পী এই প্রতিবেদককে বলেন, "ক্লোজ আপ ওয়ান শিল্পীদের কানাডা আসার পথে মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ গ্রেপ্তার করে । সে জন্যে টরন্টো এবং মন্ট্রিয়লের দুটি অনুষ্ঠানই বাতিল করতে হয়। দুই দিন মার্কিন অভিবাসনের সীমান্ত জেলে থাকার পর আজ (রোববার) তাদের ছেড়ে দেওয়া হয়েছে। " গত ১১ আগষ্ট মন্ট্রিয়লে এবং ১২ আগষ্ট টরন্টোতে তাদের পৃথক দুটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল।

এনটিভি ক্লোজআপ শিল্পীদের নিয়ে এই অনুষ্ঠানকে ঘিরে দুটি শহরেই ব্যাপক প্রচারণা চালানো হয়। মন্ট্রিয়লে প্রায় এক হাজার ৯০০ এবং টরন্টোতে প্রায় ৭ শ টিকেট বিক্রি হয়েছিলো বলে উদ্যোক্তাদের সূত্রে জানা গেছে। শেষ পর্যন্ত দুটি অনুষ্ঠানই বাতিল করা হয়। মন্ট্রিয়লের অন্যতম উদ্যোক্তা এবং কমিউনিটি নেতা এজাজ আখতার তৌফিক বলেন, মার্কিন কর্তৃপক্ষের অনুমতি নিয়েই ক্লোজ আপ শিল্পীরা ভিসার মেয়াদের চেয়েও ৮/১০ দিন বেশি সময় সেখানে অবস্থান করেছে। কিন্তু কানাডা আসার সময় কানাডা অভিবাসন কর্তৃপক্ষ শিল্পীদের সঙ্গে থাকা মার্কিন কর্তৃপক্ষের দেওয়া অনুমতির ফটোকপি গ্রহণ করেনি।

ফলে তারা কানাডা যেতে পারেননি। এজাজ আখতার বলেন, অতিরিক্ত সময় অবস্থানের অনুমতি সংক্রান্ত কাগজপত্র তাদের উকিলের কাছে ছিল। পরে উকিল মুল কাগজপত্র কর্তৃপক্ষের কাছে জমা দেন। তিনি শিল্পীদের আটক হওয়ার খবর সত্য নয় বলে দাবি করেন। এজাজ বলেন, কোনো ধরনের গ্রেফতার বা ডিটেনশনের ঘটনাই ঘটেনি।

ইমিগ্রেশন কর্তৃপক্ষই শিল্পীদের নিউইয়র্কগামী বাসে তুলে দিয়েছে। অন্য দিকে টরন্টোর অন্যতম উদ্যোক্তা এবং কমিউনিটি নেতা দারা আবু জুবায়ের স্থানীয় সময় রোববার সকালে এই প্রতিবেদককে বলেন, ক্লোজ আপ ওয়ানের শিল্পীরা টূ্যুরিস্ট ভিসা নিয়ে কানাডা আসছিলেন। ট্যুরিস্ট ভিসা নিয়ে এসে অনুষ্ঠান করতে চাওয়ায় কর্তৃপক্ষ তাদের এই দেশে ঢুকতে দেয়নি। জুবায়ের বলেন, বাংলাদেশের শিল্পীরা সব সময়ই এই ধরনের ভিসা নিয়ে এসেই এখানে অনুষ্ঠান করেন। কিন্তু এবারই প্রথম অভিবাসন কর্তৃপক্ষ এই ধরনের আচরণ করলো।

তিনি জানান, শিল্পীরা এখনো (রোববার) সীমান্তে রয়েছেন এবং সোমবার তাদের ব্যাপারে সিদ্ধান্ত জানা যাবে। এ ব্যাপারে সোমবার সন্ধ্যায় ঢাকায় এনটিভি-র প্রধান নির্বাহী কর্মকর্তা আতাউস সামাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তখনো কিছু জানেন না বলে উল্লেখ করেন। সূত্র:বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.