আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুক গ্রুপ- অবৈধ অভিবাসন, ভারত এবং বাংলাদেশ(রি পোস্ট)

আমি প্রকৃতির চির অনাসৃষ্টি

ফেসবুক এ" STOP AND ERADICATE BANGLADESHI IMMIGRATION " নামের একটা গ্রুপ চোখে পড়ায় না লিখে আর পারলাম না। গ্রুপটির creator Nirab Barman নামের এক রাম ছাগল। যিনি কিনা গ্রুপের বিস্তারিত বর্ননায় লিখেছেনঃ This group is open to all who r well aware of the threat that the Bangladeshi immigration is creating in our motherland ,as the cause of concern is mounting to peak everyday it is on us to raise our voice regarding the issue . the main motive behind creating this group is to make the people aware of the threat regarding BANGLADESHI IMMIGRATION. the motto ........... " STOP BANGLADESHI IMMIGRATION OR ELSE WE MAY BE FOREIGNERS TO OUR OWN MOTHERLAND " প্রথম দিকে গ্রুপটির নাম ছিল " STOP AND ERADICATE BANGLADESHI IMMIGRATION " অনেক তর্কের পর তারা ILLEGAL শব্দটি যোগ করে। ছাগলটির হঠাৎ বাংলাদেশের উপর এত ক্ষোভ কেন ঠিক ঠাহর করে উঠতে পারলাম না। অথচ বাংলাদেশী immigrant ছাড়া ও যে অন্যান্য দেশের ও আছে তার প্রতি তার কোন ভ্রুক্ষেপ নেই।

এরকম একটা গর্ধবকে কে এই গুরু দায়িত্ব দিল কিংবা তার মাথায় কিভাবে এল তাও ভাবার বিষয়। আমি অস্বীকার করছি না যে ভারতে অবৈধ বাংলাদেশী অভিবাসী নেই। আছে,প্রচুর পরিমানে আছে। যেগুলকে বাংলাদেশ সরকার নিরুদ্দেশ দেখাচ্ছে। কিন্তু এখানে দেখার বিষয় হল এই যে নিখোজ জনগোষ্টী তথা বাংলাদেশ থেকে যারা অবৈধ ভাবে যাচ্ছে,তারা কোন উপায়ে যাচ্ছে?বি এস এফ সে সময় কি গোফে তা দিয়ে ঘুমায়?তাদের সেখানে মদদ ই বা দিচ্ছে কারা?ভারত মূলত তাদের নিজের স্বার্থেই এই কাজটি করছে।

এর প্রধান কারন হিসেবে বলা যেতে পারে সস্তা শ্রম। উদাহরন হিসেবে বলা যেতে পারে ভারতে ইটের দাম। পশ্চিমবঙ্গে বাংলাদেশী অভিবাসন কমে গেলে সেখানে ইটের দাম বেড়ে যায় আবার বিপরীত ঘটলে কমে যায়। এরকম হাজারটা উদাহরন দেয়া যেতে পারে। যেখানে ভারতীয় পরিচয় পত্র পর্যন্ত তাদের দেয়া হচ্ছে।

কেন? এর পেছনে এরকম অর্থনৈতিক কারন ছারাও রাজনৈতিক কারন ও খুব পরিস্কার। তো যাই হোক আমি এবং shahnawaze shuvo নামক আমার মতই একজন ভদ্র লোক তাদের একটু তুলো ধুনা করছি। আপনি করতে চাইলে চলে আসুন,জয়েন করুন। রিপোর্ট করুন। গ্রুপটি


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.