সম্মানিত পাঠকবৃন্দ, আমার সালাম নিবেন। ব্লগ থেকে আমি অনেক কিছু জেনেছি এবং আমি অনেক শিখেছি। তাই আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে কিছু লেখার চেষ্টা করেছি। যেসব লেখা আমার নয় সেসব লেখার যথাযথ সোর্স উল্লেখ করা হয়েছে।
সিরীয় সেনাবাহিনী হোমস শহরে বিদ্রোহী বাহিনীর উপর লক্ষ্য করে তাজা মর্টার ও রকেট হামলা চালিয়েছে।
আন্দেলনকারীরা জানিয়েছে বৃহস্পতিবার পর্যন্ত কমপক্ষে ৯৫ জন মারা গেছে। তথ্য নিয়ে জানা গেছে গত সপ্তাহ ধরে শত শত লোক মারা গেছে। সিরীয়ার তৃতীয় বৃহত্তম শহর হোমসে গত এগার মাস ধরে প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসনের বিরুদ্ধে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। জাতিসংঘের মহাসচিব বান কি মুন বর্বরোচিত এ হত্যাকান্ডের নিন্দা জানিয়েছেন। বিবিসির সংবাদদাতা Paul Wood জানিয়েছেন, বুধবার পর্যন্ত আমি যখন হোমসে ছিলাম তখন ও গোলাবর্ষন চলছিল।
সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে আছে। মাঝে মাঝে তারা বলছে,সেনাবাহিনী চলে এসেছে,রাসায়নিক অস্ত্র ব্যবহার করবে। রাসায়নিক অস্ত্র ব্যবহার না করলে ও লোকজন এটাই
Everyone waiting to die
ভাবছে। অনেক লোক করুন পরিনতির শিকার হয়েছেন। আমার মনে পড়ে সাক্ষাতকার নিচ্ছিলাম এক লোকের. যে কিনা তার পরিবারকে সমাধিস্থ করছিল এবং বলল যে. আমার কি-ই বা করার ছিল আমার নিজের পরিবারের জন্য।
সে তার ভাই, সন্তান, চাচা, চাচাত ভাই সত নিজের পরিবারের বর্ননা করলেন।
এরুপ ঘটনা প্রায় লোকের ক্ষেত্রেই দেখতে পাবেন।
আন্তর্জাতিক সম্প্রদায় এই সঙ্কট উত্তরনের উপায় খুজে বের করার চেষ্টা করে যাচ্ছেন। হোমস শহরে হামলার ফলে পরবর্তীতে বিভিন্ন জেলা শহর বিদ্রোহী বাহিনীর দ্বারা নিযন্ত্রিত হচ্চে।
সূত্র:বিবিসি
সিরীয় সেনাবাহিনী হোমস শহরে বিদ্রোহী বাহিনীর উপর লক্ষ্য করে তাজা মর্টার ও রকেট হামলা চালিয়েছে।
আন্দেলনকারীরা জানিয়েছে বৃহস্পতিবার পর্যন্ত কমপক্ষে ৯৫ জন মারা গেছে। তথ্য নিয়ে জানা গেছে গত সপ্তাহ ধরে শত শত লোক মারা গেছে। সিরীয়ার তৃতীয় বৃহত্তম শহর হোমসে গত এগার মাস ধরে প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসনের বিরুদ্ধে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। জাতিসংঘের মহাসচিব বান কি মুন বর্বরোচিত এ হত্যাকান্ডের নিন্দা জানিয়েছেন। বিবিসির সংবাদদাতা Paul Wood জানিয়েছেন, বুধবার পর্যন্ত আমি যখন হোমসে ছিলাম তখন ও গোলাবর্ষন চলছিল।
সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে আছে। মাঝে মাঝে তারা বলছে,সেনাবাহিনী চলে এসেছে,রাসায়নিক অস্ত্র ব্যবহার করবে। রাসায়নিক অস্ত্র ব্যবহার না করলে ও লোকজন এটাই ভাবছে। অনেক লোক করুন পরিনতির শিকার হয়েছেন। আমার মনে পড়ে সাক্ষাতকার নিচ্ছিলাম এক লোকের. যে কিনা তার পরিবারকে সমাধিস্থ করছিল এবং বলল যে. আমার কি-ই বা করার ছিল আমার নিজের পরিবারের জন্য।
সে তার ভাই, সন্তান, চাচা, চাচাত ভাই সত নিজের পরিবারের বর্ননা করলেন।
এরুপ ঘটনা প্রায় লোকের ক্ষেত্রেই দেখতে পাবেন।
আন্তর্জাতিক সম্প্রদায় এই সঙ্কট উত্তরনের উপায় খুজে বের করার চেষ্টা করে যাচ্ছেন। হোমস শহরে হামলার ফলে পরবর্তীতে বিভিন্ন জেলা শহর বিদ্রোহী বাহিনীর দ্বারা নিযন্ত্রিত হচ্চে।
সূত্র:বিবিসি
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।