আমাদের কথা খুঁজে নিন

   

একটা জোড়ে হাত তালি....

উপস্থাপক নিজেই কিছু একটা বলে নিজেই বলছেন--একটা জোড়ে হাত তালি। শ্রোতা দর্শক তখন ইচ্ছা কি অনিচ্ছায় হাত তালি দিলেন। এমন উপস্থাপনা রীতি এই কিছুকাল যাবৎ দেখছি। প্রকৃত পক্ষে হাত তালি তো চেয়ে নেয়ার কিছু নয়। এটাতো আপনা থেকেই আসবে।

এবং সে হাত তালি হবে সতর্স্ফুত। হয়তো হাত তালির কথা না বললেও হাত তালি এমনিতেই হতো কিন্তু আগে থেকেই বলাতে তা হয়ে গেল ফরমায়েশি। আর একটা কথা, উপস্থাপককি ভাবছেন যে তার দর্শকদের আই কিউ নিম্ন মানের, তাই তাদের বলে দিতে হবে কখন হাত তালি দিতে হবে? কাজেই আমার কাছে বিষয়টি সহ্য হয় না। এটা কি যুগের সাথে তাল মেলাতে না পারার কারনে না অন্য কিছু! এটাকে তুচ্ছ ভাবতে পারেন অনেকে, কিন্তু আমার কাছে এ জন্য গুরুত্বপূর্ন মনে হয় যে এভাবে ছুট ছিদ্র পথেই আমাদের সংস্কৃতিতে বাজে বিষয় গুলি ঢুকে পরতে পারে। এটা কি আমরা পাশ্ববর্তি চ্যানেল থেকে শিখছি? ভাল কিছু শিখা তো ভাল।

কিন্তু এসব না শিখলে কি নয়? আজকাল তো এটাও শুনি-' ফাটিয়ে দিলো...ফাটা ফাটি' ইত্যাদী। এসব আমদানি না করলে কি নয়?....মন্তব্য চাইছি... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.