আমাদের কথা খুঁজে নিন

   

ব্যবসা ও রাজনীতি: জেনে নিন কার কোন ব্যবসা ?

সংসদ সদস্যদের প্রধান কাজ আইন প্রণয়ন, গম বিতরণ নয় এ কথা জোরেশোরে আলোচিত হচ্ছে। বর্তমানে সংসদে যাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, সংসদে যারা প্রতিনিধিত্ব করেছেন তাদের বড় অংশই রাজনীতিক নন। ব্যবসায়ী, শিল্পপতিদের বড় অংশ সংসদে প্রতিনিধিত্ব করছেন। দেশের প্রধান দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি। ক্ষমতায় যাওয়ার লোভে এ দুটি দলই দলে ভিড়িয়েছেন ব্যবসায়ীদের।

প্রাধান্য দিয়েছেন পুঁজিপতিদের। শিল্পপতি ও ব্যবসায়ীদের ধাক্কায় দলে কোণঠাসা রাজনীতিবিদরা। আবার রাজনীতিবিদদের মধ্যে যারা দাপুটে তারা গোপনে ব্যবসায়ীদের সঙ্গে আঁতাত গড়ে তুলেছেন। অর্থাৎ রাজনীতিবিদ থেকে হয়েছেন ব্যবসায়ী। রাজনীতিবদরা আর্থিক সুবিধা নিতে গিয়ে মূল পরিচয়কেও জলাঞ্জলি দিয়েছেন।

ব্যবসায়ীরা আর্থিক সুবিধা দিয়ে শুধু রাজনীতিতে আসার সুযোগ নয়, এমপি হওয়ার সুযোগ পেয়েছেন। এমপি হয়েই ব্যবসায়িক পণ্যের মতো সব খেয়ে ফেলেছেন। মোদ্দা কথা হলো রাজনৈতিক ক্ষমতা এবং অর্থ এখন একে অপরের অভিন্ন হৃদয় বন্ধু। অর্থ থাকলে রাজনৈতিক ক্ষমতা অর্জন সহজ। অথবা রাজনৈতিক ক্ষমতা থাকলে অর্থ উপার্জন সহজ।

এই অশুভ আঁতাত ভাঙবে কে? সংসদে শিল্পপতি ও ব্যবসায়ী ’৯১ সালে জাতীয় সংসদ নির্বাচনে ২৫ শিল্পপতি-ব্যবসায়ী মনোনয়ন নিয়ে সংসদ সদস্য হন। ১৯৯৬ সালে সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪৪ জনে। ২০০১ সালে তা বেড়ে দাঁড়ায় ৫৪ জনে। ওয়ান-ইলেভেন ঝড়ে সংখ্যা কমে যায়। ৩৮ ব্যবসায়ী সংসদ সদস্য নির্বাচিত হন।

আগামী নির্বাচন নিয়ে প্রধান দুদল ছক কষতে বসেছে। প্রধান দুটি দল থেকে মনোনয়ন দৌড়ে আছেন ১শ ৫৩ শিল্পপতি ও ব্যবসায়ী। আওয়ামী লীগে শিল্পপতি ব্যবসায়ী আসন নাম ব্যবসা প্রতিষ্ঠান/পরিচয় রংপুর-৪ টিপু মুন্সী এমপি সাবেক সভাপতি বিজিএমইএ রংপুর-৬ আবুল কালাম আজাদ এমপি গার্মেন্ট ব্যবসায়ী রাজশাহী-১ ওমর ফারুক চৌধুরী এমপি সাবেক সভাপতি রাজশাহী চেম্বার্স অব কমার্স রাজশাহী-৪ এনামুল হক এমপি এনা প্রপার্টিজ লিমিটেড রাজশাহী-১ শাহরিয়ার আলম এমপি গার্মেন্ট ব্যবসায়ী চুয়াডাঙ্গা-২ মোঃ আলী আখতার টগর এমপি শিল্পপতি যশোর-১ শেখ আফিলউদ্দিন এমপি আকিজ গ্রুপ লিমিটেড বরগুনা-২ গোলাম সবুর এমপি মধুমতী টাইলস লিমিটেড পটুয়াখালী-৩ গোলাম মওলা রনি এমপি ব্যবসায়ী ঝালকাঠি-১ বজলুল হক হারুন এমপি অ্যারো বাংলা গ্রুপ ময়মনসিংহ-৭ রেজা আলী এমপি বিটপী বিজ্ঞাপনী সংস্থা কিশোরগঞ্জ-৫ আফজাল হোসেন এমপি আফজাল সু লিমিটেড কিশোরগঞ্জ-৬ নাজমুল হাসান এমপি বেক্সিমকো ফার্মা লিমিটেড ঢাকা-৩ নসরুল হামিদ এমপি হামিদ গ্রুপ লিমিটেড ঢাকা-৯ সাবের হোসেন চৌধুরী এমপি এইচআরসি গ্রুপ ঢাকা-১০ একেএম রহমতউল্লাহ এমপি বাপেক্স গ্রুপ লিমিটেড ঢাকা-১৫ কামাল আহমেদ মজুমদার এমপি চেস্ট গ্রুপ ঢাকা-১১ ইলিয়াস উদ্দিন মোল্লা এমপি ব্যবসায়ী নরসিংদী-৩ জহিরুল হক ভুঁইয়া মোহন এমপি গার্মেন্ট ব্যবসায়ী নারায়ণগঞ্জ-১ গোলাম দস্তগীর গাজী এমপি গাজী গ্রুপ লিমিটেড ফরিদপুর-৪ নিলুফার জাফর উল্লাহ এমপি রিলায়েন্স গ্রুপ লিমিটেড, হংকং সাংহাই লিঃ মাদারীপুর-৩ সৈয়দ আবুল হোসেন এমপি সাঁকো ইন্টারন্যাশনাল লিমিটেড গোপালগঞ্জ-১ মোহাম্মদ ফারুক খান এমপি সামিট গ্রুপ সিলেট-২ শফিকুর রহমান চৌধুরী এমপি ব্যবসায়ী সিলেট-৪ ইমরান আহমেদ এমপি ব্যবসায়ী সিলেট-৫ হাফিজ আহমদ মজুমদার এমপি ব্যবসায়ী কুমিল্লা-৯ তাজুল ইসলাম এমপি ব্যবসায়ী কুমিল্লা-১০ মোস্তফা কামাল লোটাস এমপি লোটাস গ্রুপ চট্টগ্রাম-৮ নূরুল ইসলাম বিএসসি সানোয়ারা গ্রুপ চট্টগ্রাম-১০ আবদুল লতিফ এমপি সাবেক সভাপতি চট্টগ্রাম চেম্বার্স অব কমার্স চট্টগ্রাম-১১ সামছুল হক চৌধুরী এমপি ব্যবসায়ী বিএনপির শিল্পপতি ও ব্যবসায়ী রহিমউদ্দিন ভরসা ভরসা গ্রুপ আবদুল মোতালিব সাবেক এমপি ব্যবসায়ী গোলাম মোহাম্মদ সিরাজ সাবেক এমপি পরিবহন ব্যবসায়ী নাসিরউদ্দিন বিশ্বাস নাসির গ্রুপ এমএ খালেক খালেক গ্রুপ মজিবর রহমান বিআরবি কেবল লিমিটেড হায়দারুজ্জামান শিল্পপতি এমএএইচ সেলিম সাবেক এমপি সিলভার গ্রুপ আলী আসগর লবী সাবেক এমপি শিল্পপতি রশিদুজ্জামান মিল্লাত ঐ সৌরভী ইঞ্জিনিয়ারিং লিমিটেড হারুনর রশীদ মুন্নু ঐ মুন্নু গ্রুপ আফরোজা খান রীতা নূর টেক্সটাইল লিমিটেড মোমিন আলী সাবেক এমপি নূর টেক্সটাইল লিমিটেড মিজানুর রহমান সিনহা সাবেক এমপি একমি গ্রুপ মোর্শেদ খান সাবেক এমপি প্যাসিফিক গ্রুপ ড. এসএম এমরান চৌধুরী মধুমতি মডেল টাউল প্রফেসর কামালউদ্দিন ক্লিফটন গ্রুপ আমীর খসরু মাহমুদ চৌধুরী মেরিনা গ্রুপ আবুল কাশেম হায়দার ইয়ুথ গ্রুপ মীর নাসির হোসেন মীর গ্রুপ কাজী সালিমুল হক কামাল সাবেক এমপি জিকিউ গ্রুপ মাতলুব আহমদ নিটল গ্রুপ কফিলউদ্দিন পরিবহন ব্যবসায়ী আবদুল আউয়াল মিটু অ্যাঙ্কর গ্রুপ কুতুবউদ্দিন আহমদ সাবেক বিজিএমইএ সভাপতি কাজী মফিজুর রহমান শিল্পপতি কাজী সিরাজ সাবেক এমপি আমিন জুয়েলার্স লিমিটেড এসএম ফজলুল হক শিল্পপতি আসলাম চৌধুরী রয়েল সিমেন্ট লিমিটেড টিএস আইয়ুব শিল্পপতি শরফউদ্দিন সান্টু আন্তর্জাতিক টেন্ডার ব্যবসায়ী এমএ কাশেম সাবেক সভাপতি এফবিসিসিআই অধ্যাপক মাজেদুল ইসলাম চ্যানেল ওয়ান লিমিটেড জাফরুল ইসলাম সাবেক এমপি সাবেক সভাপতি চট্টগ্রাম চেম্বার্স সারোয়ার জামাল নিজাম ” ” ” মোজ্জাম্মেল হক ” বঙ্গজ তাল্লু গ্রুপ হাফিজ ইব্রাহিম ” শিল্পপতি লুৎফর রহমান খান আজাদ ” ব্যবসায়ী মইনুল ইসলাম শান্ত ” ব্যবসায়ী নূরুল আমিন তালুকদার ” রেইনবো গ্রুপ লুৎফুজ্জামান বাবর ” শিল্পপতি মেজর (অব.) কামরুল ইসলাম ” কুমিল্লা স্পিনিং মিলস লিমিটেড এসএ খালেক ” খালেক পরিবহন লিমিটেড মঞ্জুরুল আহসান মুন্সি ” ব্যবসায়ী জাকারিয়া তাহের সুমন ” বেকো গ্রুপ ইকবাল হাসান মাহমুদ ” অ্যাপেক্স গ্রুপ এম আকবার আলী ” আলী সিকিউরিটিজ লিমিটেড মোঃ শরিফুল আলম পচা গ্রুপ অন্যান্য দলের শিল্পপতি ও ব্যবসায়ী জাতীয় পার্টি নাম পরিচয়/ব্যবসা প্রতিষ্ঠান অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি যমুনা গ্রুপ জাফর ইকবাল সিদ্দিকী এমপি গার্মেন্ট ব্যবসায়ী এসএম আবদুল মান্নান এমপি শিল্পপতি গোলাম কিবরিয়া টিপু এমপি জাহাজ ব্যবসায়ী মোঃ এরশাদ উল্লাহ শিল্পপতি মোঃ আতিকুর রহমান আতিক প্রিন্স গ্রুপ করিমউদ্দিন ভরসা ভরসা গ্রুপ বিকল্প ধারা মেজর (অব.) আবদুল মান্নান স্যানম্যান গ্রুপ মনোনয়ন চেয়েছিলেন : আওয়ামী লীগ কাজী নাবিল আহমেদ জেমিকন গ্রুপ সাজ্জাতুজ জুম্মা শিল্পপতি ড. হান্নান ফিরোজ স্টামফোর্ড গ্রুপ আতিকউল্লাহ খান মাসুদ গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবার সালমান এফ রহমান বেক্সিমকো গ্রুপ নূর আলী ইউনিক গ্রুপ নূরুল ইসলাম বাবুল যমুনা গ্রুপ হাজী সেলিম মদীনা গ্রুপ ডা. এইচবিএম ইকবাল ব্যবসায়ী আলহাজ মকবুল হোসেন মনা গ্রুপ মোঃ তজিমউদ্দিন কৃষাণ গ্রুপ একে আজাদ হা-মীম গ্রুপ এবাদুল করিম বীকন ফার্মা লিমিটেড ইউসুফ আবদুল্লাহ হারুন সাবেক সভাপতি এফবিসিসিআই জাকারিয়া ভুঁইয়া শিল্পপতি আবদুর রহিম প্রবাসী ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলাম এক্মি গ্রুপ মাহমুদ কিরণ গ্লোব ফার্মা লিমিটেড মাহফুজুর রহমান মিতা রূপালী ইন্স্যুরেন্স লিমিটেড আবদুস সালাম ওয়েল গ্রুপ নাসিরুল ইসলাম খান আজাদ শিল্পপতি সূত্র: সাপ্তাহিক ২০০০, ৩ ফেব্রুয়ারী ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.