আমি নতুন কিছু লিখবো গত কিছুদিন আগে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে একটি সংবাদ পরিবেশন করা হয়। TIME Magazine এর বরাত দিয়ে সংবাদ টা ছাপা হয়েছিল। সংবাদ টা এমন ছিল, "বাংলাদেশের শেয়ারবাজার বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট"। TIME Magazine এ যে লেখাটা ছাপা হয়েছিল সেটা একজন পাঠক বা কলামিষ্ট ( NEEL CHOWDHURY ) এর লেখা। মতামতের শিরনাম ছিল, 'The Rise and Fall of One of the World's Worst-Performing Stock Markets'।
একথাটার মানে নিশ্চয় এমন- বিশ্বের ঝুকিঁপূর্ণ শেয়ার মাকের্টগুলোর বাজে বা নিকৃষ্ট পারফরমেন্সের মধ্যে একটি। তাহলে কিভাবে বাংলাদেশ একক ভাবে শুধু খারাপ হয়। one of the worst-মানে হলো বাজে গুলোর একটি।
একজন পাঠক বা কলামিষ্টের কলাম কে কি করে টাইমস এর বক্তব্য বলে চালানো হল?
আমরা জানি উপ-সম্পাদকীয়তে লেখা থাকে মতামত প্রকাশের জন্য পত্রিকা কর্তৃপক্ষ দায়ী নয়। কারো মতামত কিভাবে একটি পত্রিকার পরিচায়ক বহন করে? আমাদের মিডিয়া ব্যক্তিদের কি এই জ্ঞান নাই।
হতাশ এদের কান্ডজ্ঞান দেখে।
বি:দ্র: কেউ আবার মনে করবেন না আমি আমাদের শেয়ার মার্কেটের পক্ষে সাফাই করছি। আমি শুধু মিথ্যাচারের প্রতিবাদ করছি।
TIME Magazine Link
তথ্য সুত্র: ফেসবুক
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।