একটা তাঁরার ছোট বাচ্চা তোমার হাতে দিলাম তুমি একবার ডান হাতে, একবার বাম হাতে তারপর, আড়চোখে আমার দিকে চেয়ে বললে- এই তাঁরাটা তোমার চোখের তারার চেয়ে সুন্দর না । আমি বললাম- তবে সবগুলো তাঁরা কি তোমার হাতে এনে দেব ? তুমি বললে – শুধু সুখতারা বাদে, তোমার চেয়ে এতো সুখ আমার কানে কখনো বাঁজেনি। যাও, এখন থেকে আর তাঁরা ধরা নয় এরপর এলে তুমি সূর্য্যকে নিয়ে এসো। আমি ছোট তাঁরার বাচ্চাটাকে বুক পকেটে ঢুকিয়ে রেখে বাড়ির পথে রওনা হই। তোমার কাছে আমার আর ফেরা হয়নি কারণ যতবার আমি সূর্য্য ধরতে গেছি ততবার পুড়ে খাক হয়ে ফিরতে হয়েছে পৃথিবীর বুকে তারপর যন্ত্রনায় কাতরায় আবার ভালো হয়ে উঠি এবং আবার সূর্যকে ধরতে যাই, আবার পুড়ি তোমার কাছে আমার যেতেই হবে, তাই সূর্য্য আমার চাই এই স্বপ্ন নিয়ে যতদিন বেঁচে থাকা যায় ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।