আমাদের কথা খুঁজে নিন

   

যতদিন বাঁচি

নিঃস্বার্থ মন্তব্যকে ধন্যবাদ, সাময়িক ভাবে আমি মন্তব্যে নেই

জোছনাবিহার, আজ রাতে কীর্তনে নদীর জলসা খসে পড়ছে নায়ের গলুই এ জীবন ঝরে পড়া চাঁদের প্রতিমা এই রূপ রস, নিরস খেঁজুরের গাছ চেঁছে অবিরল রস ভরে দেয় অমৃত কলসী বৈঠায় ঘুণ ধরে,কান্নার রোলে কেউ চলে যায়, কারো জন্য সঙ্গী খোঁজা কাজল চোখ প্রস্তুত করে হৃদয়হীনা, শিশুকে চুমু খায় তৃপ্ত জননী চুল নখের তরুণ বাহারী দিন কাকের পায়ের দাগ ফেলে চোখে বিবাহ সম্বর্ধণা বহুযুগ আগে বাবা যেভাবে মায়ের পাশে কালো ফ্রেমে ফটোগ্রাফ ছবি এই তো জীবন চক্র কালো থেকে সাদা কেশ, সাদা থেকে একেবারে চুপ চঞ্চল দুরন্ত থেকে থেকে রাশভারী সংসারী মেদবন্ত হয়ে হয়ে চালসের কাচ জোছনাবিহার, আজ রাতে কীর্তন নদীর জলসা গান গেয়ে বাতাসে সুর ছড়াই যতদিন বাঁচি ---- ড্রাফট ১.০ / সময়ের অভাবে তৃষ্ণার্ত থাকে বুক, মন্দ হোক ভাল হোক তবুও চলুক

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.