আমাদের কথা খুঁজে নিন

   

ফেব্রুয়ারি মাসে এত দিবস কোনটা রাইখা কোনটা পালন করমু বুজতাচিনা

আসেন এইবার জানিয়া লই কে কোন দিবস কেম্নে পালন করবেন। 1 Feb Red Rose Day(লাল গোলাপ দিবস)-লাল গোলাপ কি কেন এবং কিভাবে এর ব্যাবহার করতে হয় তা হইল এইবারের লাল গোলাপ দিবসের উপপাদ্য বিসয়। 8 Feb Propose Day(প্রস্তাব দিবস)-মনে মনে কাওরে ভালবাসেন কিনতু কইবার গেলে হাটু কাঁপে জাগো তাগুর লাইগা এই দিবস। 9 Feb Chocolate Day(লেমুঞ্ছুশ দিবস)-প্রস্তাব দেওনের পরে জাগু জ্বর জ্বর ভাবের জন্য মুখ তিতা লাগে তাগু লাইগা এই লেমুঞ্ছুশ দিবস। 10 Feb Teddy Day-টেডি নামের যত আউল ফাউল আছে শুধু মাত্র তাদের লাইগা এই দিবস।

11 Feb Promise Day-(প্রতিজ্ঞা দিবস)-সারা বছর প্রেমিক/প্রেমিকার কি কি প্রতিজ্ঞা রাখতে পারচেন বা পারেন এইটা হইল সেই হিসাব করের দিন। 12 Feb Kiss Day-(ছুম্মা দিবস)-প্রতিজ্ঞা দিবসে যারা এ+ পাইলেন তাগু লাইজ্ঞা এই দিবস। 13 Feb Hug Day-(কোলাকুলি দিবস)-ছুম্মা দিবসে যারা বেপক সাপল্লু দেখাইতে পারছেন এইটা হইল তাগু জন্য বোনাস দিন। 14 Feb VALENTINE'S DAY-(ভালোলাসা দিবস)-সারাদিন একজন আরেকজনের সাম্নে/পিচনে সুপারগ্লুর মত আটকায়া থাকার দিন। 15 Feb Slap Day-(থাপ্পর দিবস)-যারা ভালোলাসা দিবসে আকাম কুকাম এক্তু বেশি কইরা ফালাইচেন তেনাগরে শায়েস্তা করার উপযুক্ত দিবস।

16 Feb Kick Day-(লাথি দিবস)-যারা থাপ্পর দিবসের থাপ্পর খাইয়া ও বেহায়ার মত আবার লুল ফালাইতে গেছিলেন তাগু লাইগা এই দিবস/ বাকি দিন গুলাতে কি হইবার পারে আপ্নারা বুইজা লন। 17 Feb Perfume Day- 18 Feb Flirting Day 19 Feb Confession Day 20 Feb Missing Day 21 Feb Break Up কিন্তু এত্ত গুলান দিনের মাজে একটা দিন আমাদের জন্য অনেক গৌরবময় সেইটা হইল আমাদের ২১শে ফেব্রুয়ারি -আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। যেইটা না হইলে আজ আমি বাংলায় বলতে বা লেখতে পারতাম না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.