আমাদের কথা খুঁজে নিন

   

একটি ২৫ শে ফেব্রুয়ারি

দিনটি শুরু হয়েছিল একটি সুন্দর প্রভাতের মাধ্যমে। মানুষ ব্যস্ত ছিল তার কাজ নিয়ে । মানুষ কি ভাবতে পেরেছিল এদিনটি একটি শোকাবহ দিন হিসেবে তাদের সামনে এসে দাঁড়াবে ! তোমরা বুঝতে পারছ কি দিনটি কবেকার ? যদি তোমরা না বুঝতে পার তবে আমি তোমাদের বলছি দিনটি ছিল ২৫ শে ফেব্রুয়ারি । যেদিন পিলখানায় ঘটেছিল এক ভয়ংকর ঘটনা । যাতে স্তব্ধ হয়েছিল সারাদেশ , হ্যাঁ আমি তাঁদের কথাই বলছি – যারা কতজন বিকৃত মস্তিষ্কের বিডিআর সদস্যদের দ্বারা নিহত হয়েছিল ।

যা আমাদের মনে করিয়ে দেয় ৭১ এর ঘটনা । কি কাকতালীয় ব্যাপার তাই না ! সেই ৭১ এর ২৫ শে মার্চ আর ২০০৯ সালের ২৫ শে ফেব্রুয়ারি দুটি একই ধরণের ঘটনা । যার মাধ্যমে আমরা হারিয়েছি কতজন সাহসী নিরাপরাধ মানুষকে । আমরা কি ফিরে পাব তাঁদের । হয়ত হ্যাঁ হয়ত না ।

কিন্তু যারা এ কাজ করেছিল তাঁদের কি হবে ? আমরা কি দেখতে পারব তাঁদের বিচার । হয়ত পারব , হয়ত পারব না ! কিন্তু আমি বলছি - মনপ্রাণ থেকে বলছি তাঁদের বিচার হবেই । আর বলতে চাই - আমরা আর দেখতে চাই না আর কোন নারকীয় ২৫ শে ফেব্রুয়ারি । (২৩/০৩/০৯ , মিরপুর, ঢাকা – ১২১৬ , রাত ১২ .০৫) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.